আজকাল ওয়েবডেস্ক: বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া (এসআইআর) সম্পন্ন হওয়ার পর ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) তামিলনাড়ুর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, ৯৭ লক্ষের বেশি ভোটারের নাম বাদ গিয়েছে তালিকা থেকে। বেশ কয়েকটি জেলায় ভোটার তালিকা থেকে বাদ যাওয়া নামের সংখ্যা চোখে পড়ার মতো। রাজধানী চেন্নাইয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা সর্বোচ্চ। এই বিপুল নাম বাদ পড়ার ফলে চেন্নাইয়ের মোট ভোটার সংখ্যা ৬.৪১ কোটি থেকে ১৫.২ শতাংশ কমে ৫.৪ কোটিতে দাঁড়িয়েছে।

এসআইআর-এর খসড়া তালিকা অনুযায়ী, রাজধানীতে ১৪.২৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। ফলে চেন্নাইয়ের ভোটারের সংখ্যা আগের ৪০.০৪ লক্ষ থেকে কমে ২৫.৭৯ লক্ষে দাঁড়িয়েছে। নির্বাচন আধিকারিকরা চেন্নাইয়ে ভোটার তালিকা থেকে বিপুল নাম বাদ যাওয়ার জন্য একাধিক কারণ উল্লেখ করেছেন। যার মধ্যে রয়েছে ১.৫৬ লক্ষ মৃত ভোটার, ২৭,৩২৩ জন ভোটারকে তাদের ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি, ১২.২২ লক্ষ ভোটার বাসস্থান পরিবর্তন করেছেন এবং ১৮,৭৭২টি ক্ষেত্রে ডুপ্লিকেট।

কোয়েম্বাটুর জেলায় খসড়া ভোটার তালিকা থেকে ৬.৫০ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। দিন্দিগুলে ২.৩৪ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, যার ফলে ভোটার তালিকা সংশোধনের আগে মোট ভোটার সংখ্যা ১৯.৩৫ লক্ষ থেকে কমে সংশোধনের পর ১৬.০৯ লক্ষ হয়েছে।

কারুর জেলায় ৭৯,৬৯০ জন ভোটারের নাম বাদ পড়েছে, যার ফলে সেখানকার ভোটার সংখ্যা ৮.৭৯ লক্ষ থেকে কমে ৮.১৮ লক্ষ হয়েছে। কাঞ্চিপুরমে ভোটার তালিকা থেকে ২.৭৪ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে।

বাদ পড়া ৯৭.৪ লক্ষ নামের মধ্যে প্রায় ৫৩ লক্ষ (৫৪%) নাম স্থানান্তরিত হিসেবে, ২৭ লক্ষ (২৮%) মৃত হিসেবে, ১৩.৬ লক্ষ (১৪%) অনুপস্থিত বা হদিসবিহীন হিসেবে, ৩.৯৮ লক্ষ (৪%) নকল হিসেবে এবং প্রায় ১৬,৪০০টি (০.২%) নাম ‘অন্যান্য’ কারণে চিহ্নিত করা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে যে, খসড়া ভোটার তালিকা প্রকাশের এই পদক্ষেপটি রাজ্যব্যাপী পরিচালিত এসআইআর প্রক্রিয়ারই একটি অংশ। যার লক্ষ্য হল মৃত ভোটার, নকল নাম এবং বাসস্থান পরিবর্তনকারী ব্যক্তিদের নাম বাদ দিয়ে ভোটার তালিকা সংশোধন করা এবং ভবিষ্যতের নির্বাচনগুলির আগে নির্ভুল তালিকা প্রকাশ করে।

খসড়া ভোটার তালিকা জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং চূড়ান্ত তালিকা প্রকাশের আগে নির্ধারিত সময়ের মধ্যে ভোটারদের দাবি ও আপত্তি জানানোর সুযোগ দেওয়া হয়েছে।

তামিলনাড়ুর মুখ্য নির্বাচনী আধিকারিক অর্চনা পট্টনায়েক সংবাদমাধ্যমকে বলেন, “খসড়া ভোটার তালিকায় শোলিঙ্গানাল্লুর এবং পল্লভরম নির্বাচনী এলাকায় সবচেয়ে বেশি ভোটারের নাম বাদ পড়েছে।” নির্দিষ্ট কিছু সম্প্রদায়ের নাম বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে, এই অভিযোগের জবাবে তিনি ইন্ডিয়া টুডেকে বলেন, “যথাযথ পদ্ধতি অনুসরণ না করে কারও নাম খেয়ালখুশি মতো বাদ দেওয়া সম্ভব নয়।”