আজকাল ওয়েবডেস্ক: গঙ্গাজলের ধর্মীয় গুরুত্ব নিয়ে নতুন করে বলার কিছু নেই। হিন্দু সমাজে গঙ্গাজল ছাড়া কোনও ধর্মীয় আচারই যেন সম্পূর্ণ হয় না। পূজা-পাঠ থেকে শুরু করে শ্রাদ্ধ সব ক্ষেত্রেই গঙ্গাজল আত্মার শান্তি ও পাপমোচনের প্রতীক বলে বিশ্বাস করা হয়। দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ তীর্থযাত্রী প্রতি বছর বারাণসী, হরিদ্বার-সহ গঙ্গার পবিত্র ঘাটগুলিতে স্নান করে পুণ্যলাভের আশায়।

কিন্তু এবার আর গঙ্গায় ডুব দেওয়ার প্রয়োজন নেই এমনটাই দাবি করছে এক নতুন পণ্য। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গঙ্গাজল মেশানো ওয়েট ওয়াইপস। সাধারণত ওয়েট ওয়াইপস ব্যবহার করা হয় ভ্রমণের সময় বা জল না থাকলে হাত-মুখ পরিষ্কারের জন্য। তবে এই নতুন ওয়াইপসের সঙ্গে যুক্ত হয়েছে এক ‘আধ্যাত্মিক মোড়’।

ভাইরাল হওয়া ছবিগুলিতে দেখা যাচ্ছে ‘হরি দর্শন’ ব্র্যান্ডের গঙ্গাজল ওয়াইপস। জানা গিয়েছে, এই পণ্যটি ইতিমধ্যেই বাজারে এসেছে এবং অনলাইনেও পাওয়া যাচ্ছে। আগে যেখানে পাপ মোচনের জন্য গঙ্গার তীরে যেতে হত, এখন নাকি ঘরে বসেই সেই কাজ সেরে ফেলা সম্ভব এমনটাই ইঙ্গিত দিচ্ছে এই পণ্য।

প্রায় ৩০টি ওয়াইপসের একটি প্যাকেটের দাম প্রায় ১০০ টাকা। সংস্থার দাবি অনুযায়ী, গঙ্গাজল সংমিশ্রিত এই ওয়াইপস ব্যবহার করে ব্যবহারকারীরা নিজেদের ‘পাপ’ দূর করতে পারবেন।

তবে এই অভিনব পণ্য ঘিরে প্রতিক্রিয়া মিশ্র। একাংশ নেটিজেন এই ধারণাকে অভিনব ও আধুনিক বলে স্বাগত জানিয়েছেন। আবার অনেকেই বিষয়টি নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করেছেন। এক ব্যবহারকারী মজা করে লিখেছেন, “এই ওয়াইপস ফেলে না দিয়ে গঙ্গায় বিসর্জন দেওয়া উচিত।”
আরেকজন প্রশ্ন তুলেছেন, ব্যবহৃত গঙ্গাজলটি আদৌ গঙ্গোত্রী থেকে আনা, না কি বারাণসীর ঘাটের জল?

অনেকেই প্রথমে পণ্যটির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং একে ভুয়ো বলে দাবি করেন। তবে পরে জানা যায়, এটি কোনও গুজব নয়। পণ্যটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে এবং বর্তমানে অ্যামাজনসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিক্রির জন্য উপলব্ধ।

ধর্মীয় বিশ্বাস, ভোগ্যপণ্যের বাজার এবং আধুনিক উপভোক্তা সংস্কৃতির মেলবন্ধনে তৈরি এই গঙ্গাজল ওয়াইপস শেষ পর্যন্ত বিশ্বাসের প্রতীক হয়ে উঠবে, নাকি শুধুই ভাইরাল ট্রেন্ড তা বলবে সময়ই। তবে এটুকু নিশ্চিত, পাপ-পুণ্যের ধারণাকে ঘিরে এই নতুন উদ্ভাবন ইতিমধ্যেই সমাজে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে।