আজকাল ওয়েবডেস্ক: আইপিএল ২০২৫-এর ১৮তম সংস্করণে কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যেখানে এক দর্শক যুবক নিরাপত্তা ভেঙে মাঠে প্রবেশ করে কলকাতা নাইট  রাইডার্স (কেকেআর) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) এর ম্যাচ চলাকালীন ঢুকে পড়ে বিরাট কোহলি কে প্রণাম করতে যায়, ডিগ্রিতে হয় আইন-শৃঙ্খলা ও খেলার ভারসাম্য। ঘটনাটি ঘটে ২২ মার্চ রাত প্রায় ১০টা ২৭ মিনিটে। অভিযোগ, যুবক পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা মহাদেব পাখিরার পুত্র ঋতুপর্ণ পাখিরা (১৮) 'জি' ব্লকের কাছে বেড়া টপকে ডিউটিরত পুলিশ কর্মীদের উপর শারীরিক বল প্রয়োগ করে মাঠে প্রবেশ করে এবং আইনশৃঙ্খলা ভঙ্গ করে ও খেলার পরিবেশ পর্যন্ত নষ্ট করে।  

ঋতুপর্ণের মাঠে অনুপ্রবেশ উভয় দলের খেলোয়াড়দের বিরক্তির সৃষ্টি করে এবং তাঁদের নিরাপত্তা বিঘ্নিত করে। তাঁকে দ্রুত নিরাপত্তা কর্মীরা আটক করে ময়দান পুলিশ স্টেশনে নিয়ে যায়। ময়দান থানার কর্তব্যরত আধিকারিক ইউ. আলীর স্বপ্রণোদিত অভিযোগের ভিত্তিতে ঋতুপর্ণ পাখিরার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এর ধারা ১৩২, ৩২৯(৩) এবং ১২৫ মোতাবেক মামলা দায়ের করা হয়েছে।  

অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ কাস্টডির আবেদন সহ আদালতে পেশ করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে, তদন্ত করে দেখছে ময়দান থানার পুলিশ, যেহেতু ইডেন গার্ডেন ময়দান থানার আওতাভুক্ত।

উল্লেখ্য, এই ঘটনায় হাইপ্রোফাইল ম্যাচগুলোর সময় স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, যা কর্তৃপক্ষকে নিরাপত্তা প্রোটোকল পর্যালোচনা করতে বাধ্য করেছে। প্রশ্ন উঠেছে, কী করে এত আঁটোসাটো সুরক্ষা থাকা সত্ত্বেও একজন যুবক এইভাবে সুরক্ষা ও ব্যারিকেড টপকে প্রণাম করার জন্য মাঠে ঢুকে পড়ে!