আজকাল ওয়েবডেস্ক: ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের আগে ছেড়ে দেওয়া হয় হর্ষিত রানাকে। পরের ম্যাচ খেলতে বার্মিংহ্যাম রওনা হয়েছে টিম ইন্ডিয়া। লিডস থেকেই ফিরে আসছেন হর্ষিত। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রাথমিক দলে ছিলেন না কলকাতা নাইট রাইডার্সের পেসার। আচমকা প্রথম টেস্টের আগে তাঁকে দলের সঙ্গে সংযোজন করা হয়। কিন্তু ভারত প্রথম টেস্ট হারতেই তাঁকে ছেড়ে দেওয়া হল। তাহলে শুধুমাত্র প্রথম টেস্টের আগে হর্ষিতকে কেন নেওয়া হয়েছিল? সেই বিষয়ে প্রশ্ন উঠছে। সূত্রের খবর, টেস্ট সিরিজ শুরুর আগে হালকা চোট পায় এক ভারতীয় পেসার। তাই ঝুঁকি এড়াতে তাঁকে দলের সঙ্গে সংযোজন করা হয়েছিল।

বোর্ডের এক সূত্র জানান, 'মূল টেস্ট দলের একজন পেসারের হালকা চোট ছিল। থিঙ্কট্যাঙ্ক একজন ব্যাকআপ বোলার নিতে চেয়েছিল। যার হাতে বাউন্সার আছে। এর জন্য আদর্শ ছিলেন রানা। তবে এখন সবকিছু ঠিক আছে। যার ফলে রানাকে ছেড়ে দেওয়া হয়েছে। সেই কারণেই তিনি দলের সঙ্গে বার্মিংহ্যাম যাননি।' গতবছর বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক হয় কেকেআরের পেসারের। চার উইকেট পান। তারমধ্যে তিন উইকেট পারথে। ভারতীয় এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্টে খেলেন রানা। মাত্র ১ উইকেট পান। এদিকে বুধবার বার্মিংহ্যামের উদ্দেশে রওনা দেয় ভারতীয় দল। বৃহস্পতিবার বিশ্রাম দেওয়া হয়েছে ক্রিকেটারদের। শুক্রবার থেকে শুরু হয়ে যাবে প্রস্তুতি। এজবাস্টনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার সামনে।