আজকাল ওয়েবডেস্ক: টস জিতল বাংলাদেশ। ভারতকে ব্যাট করতে পাঠালেন বাংলাদেশের অধিনায়ক জাকের আলি। চোটের জন্য ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ছিটকে গেলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তিনি ছিটকে যাওয়ায় জাকের আলি দলকে নেতৃত্ব দিচ্ছেন। তাঁর দলে চারটি পরিবর্তন আনা হয়েছে। লিটন ছাড়া নেই তাসকিন, মেহেদি ও শরীফুল। অন্য দিকে সূর্যকুমার যাদবের ভারতীয় দলে কোনও পরিবর্তন নেই। প্রথমে ব্যাট করতে হবে বলে খুশি সূর্য। তিনি টস জিতলে হয়তো প্রথমে ব্যাটিংই নিতেন। আজ ভারত ম্যাচ জিতলে ফাইনালে পৌঁছে যাবে। 

এশিয়া কাপে ভারতকে রোখা কঠিন। এখনও পর্যন্ত সূর্যকুমার যাদবের দল চ্যাম্পিয়নের মতোই খেলছে। বাকি দলগুলো অনেক পিছিয়ে। সুপার ফোরে পাকিস্তানকে মাটি ধরানোর পরে বুধবার ভারতের সামনে বাংলাদেশ। সেই ম্যাচও কি একপেশে হবেবাংলাদেশের কোচ ফিল সিমন্স অন্যরকম ভাবনা চিন্তা করছেন। তিনি মনে করেন, টুর্নামেন্টের যে কোনও দলেরই ভারতকে হারানোর ক্ষমতা রয়েছে। বাংলাদেশও ব্যতিক্রম নয়। বাংলার বাঘেরাও হারিয়ে দিতে পারে ভারতকে।

আরও পড়ুন: ভারতের এই তারকাকে চরম কটাক্ষ শোয়েবের, 'এই ভারতীয় দলে ওর জায়গা হয় না' ...

ভারত এখনও পর্যন্ত অপরাজিত এশিয়া কাপে। কোনও দলই ভারতকে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় পেলতে পারেনি। সিমন্স অন্যরকম চিন্তাভাবনা করছেন। ম্যাচের আগে তিনি বলছেন, ''ভারতকে হারানোর ক্ষমতা রয়েছে সব দলেরই। নির্দিষ্ট দিনে যে ভাল খেলবে, সেই ম্যাচ জিতবে। ভারত আগে কী করেছে তা নিয়ে ভেবে লাভ নেই। বুধবার কী হবে, তার উপরে নির্ভর করবে সব। ওই সাড়ে তিন ঘণ্টায় কে কেমন খেলে, তার উপরে নির্ভর করছে সব। আমরা নিজেদের সেরাটা তুলে ধরার চেষ্টা করব। ভারতের ভুল ভ্রান্তির সুযোগ নেওয়ার চেষ্টা করব। এভাবে আমাদের ম্যাচ জিততে হবে'' 

এখনও পর্যন্ত ভারত ও বাংলাদেশের মধ্যে ১৭ বার সাক্ষাৎ হয়েছে টি-টোয়েন্টিতে। তার মধ্যে মাত্র একবারই জিতেছে। সেই জয় বাংলাদেশ পেয়েছে দ্বিপাক্ষিক সিরিজে। মাল্টিন্যাশনাল টুর্নামেন্টে ভারত ধরাছোঁয়ার বাইরে। বাংলাদেশকে অসাধ্যসাধন করতে হলে নিজেদের উপরে বিশ্বাস রাখতে হবে। সিমন্স মনে করেন, টাইগারদের সেই বিশ্বাস আছে। প্রাক্তন ক্যারিবিয়ান তারকা বলছেন, ''বিশ্বাস তো থাকতেই হবে। আমাদেরও সুযোগ রয়েছে বলে বিশ্বাস করি। ম্যাচ চলাকালীন সুযোগ সুবিধা এলে তার সদ্ব্যবহার করতে হবে আমাদের। সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারলে আমাদের জয়ের সম্ভাবনা রয়েছে ভারতের বিরুদ্ধে'' 

সাম্প্রতিককালে ভারত-বাংলাদেশ মাঠে নামা মানেই দারুণ লড়াই। যদিও ১৭টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছে মাত্র একটিতে। বুধবার ভারত শেষ হাসি হাসলে ফাইনালে পৌঁছে যাবে। বৃহস্পতিবার পাকিস্তানের সঙ্গে ফের খেলা বাংলাদেশের।

পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক শর্মা ও শুভমান গিল দুর্দান্ত শুরু করেন। পাক বোলারদের দুরমুশ করেন এই দুই ওপেনার। বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করছে ভারত। ফলে শুরু থেকেই দুই ওপেনার যে বিস্ফোরক ইনিংস খেলার চেষ্টা করবেন, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন: টি-২০ তে জায়গা ধরে রাখলেন অভিষেক-বরুণ, শীর্ষস্থানে ভারতীয়দের দাপট ...