আজকাল ওয়েবডেস্কঃ বৈদিক জ্যোতিষশাস্ত্রে সূর্যের গুরুত্ব অপরিসীম। সৌরজগতের রাজা সূর্য স্থান পরিবর্তন করলে তার প্রভাব বিভিন্ন রাশির উপর পড়ে। নয়টি গ্রহের মধ্যে সূর্যদেব বছরে ১২ বার রাশি পরিবর্তন করেন। প্রতিটি রাশিতে মোটামুটি এক মাস অবস্থান করে সূর্য। সেই হিসেবে ১২ রাশি চক্র একবার প্রদক্ষিণ করে আসতে সূর্যের ১২ মাস সময় লাগে।
আজ ১৫ মে রাশি পরিবর্তন করতে চলেছেন গ্রহরাজ। বৃহস্পতিবার রাত ১১.২০ মিনিটে সূর্যদেব বৃষ রাশিতে প্রবেশ করবেন। আগামী ১৪ জুন পর্যন্ত বৃষ রাশিতে অবস্থান করবেন। এরপর ১৫ জুন বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে গমন করবেন সূর্য। সূর্যের এই গোচর ৪টি রাশির জন্য অশুভ হতে পারে। তাহলে সতর্ক থাকতে হবে কাদের, জেনে নিন-
মেষ: সূর্যের রাশি পরিবর্তনের কারণে মেষ রাশির জাতক-জাতিকারা বিপদে পড়তে পারেন। সম্পত্তি সংক্রান্ত সমস্যা হতে পারে। এই সময়ে স্বাস্থ্যের যত্ন নিন। নিজে গাড়ি চালালে সতর্ক থাকুন, দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে ষড়যন্ত্রের শিকার হতে পারেন।
মিথুন: মিথুন রাশির জন্য সূর্যের গোচর অশুভ হতে পারে। আগামী এক মাস এই রাশির জাতক-জাতিকাদের সাবধানে থাকতে হবে। নিজের কথাবার্তা, আচরণে নিয়ন্ত্রণ রাখুন, নচেৎ ভুল পদক্ষেপ নেওয়ার আশঙ্কা রয়েছে। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের অবনতি হতে পারে।
তুলাঃ বৃষ রাশিতে সূর্যের প্রবেশে তুলা রাশির দুঃসময় আসতে চলেছে। বৈবাহিক জীবনে মতবিরোধ, পরিবারে শান্তি বিঘ্নিত হতে পারে। যে কোনও কাজ ধৈর্য সহকারে করুন। বেহিসাবি খরচের দিকে খেয়াল রাখুন। মানসিক অস্থিরতা এবং আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে।
কুম্ভ: সূর্যের রাশিচক্র পরিবর্তনের কারণে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের মানসিক চাপ বাড়বে। সংসারে আর্থিক টানাটানি শুরু হতে পারে। বুঝেশুনে খরচ না করলে ভবিষ্যতে সমস্যায় পড়বেন। ব্যবসায়ে লোকসানের আশঙ্কা রয়েছে। এমনকী ঋণ নেওয়ার মতো পরিস্থিতির আশঙ্কা রয়েছে। সন্তানের সঙ্গে বিবাদ হতে পারে৷
