আজকাল ওয়েবডেস্ক: ফরিদাবাদে এক তরুণী শুটারকে ধর্ষণের অভিযোগে তাঁর বান্ধবী-সহ তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্তদের নাম সত্যেন্দ্র ও গৌরব। গত বৃহস্পতিবার সরাই খাজা থানার পুলিশ অভিযুক্তদের ওই হোটেল থেকেই পাকড়াও করে। ঘটনা জানাজানি হতে হুলুস্থুল পড়ে গিয়েছে৷
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ২৩ বছর বয়সি ওই শুটার একটি প্রতিযোগিতায় যোগ দিতে এসছিলেন। জানা গিয়েছে, গত মঙ্গলবার তাঁর এক বান্ধবীর সঙ্গে ফরিদাবাদে আসেন তিনি। বুধবার প্রতিযোগিতা শেষে বাড়ি ফেরার জন্য ওই বান্ধবী তাঁর পরিচিত এক যুবক গৌরবকে ফোন করেন। তাদের মেট্রো স্টেশনে পৌঁছে দেওয়ার অনুরোধ জানানো হয়।
গৌরব তার বন্ধু সত্যেন্দ্রকে নিয়ে সেখানে হাজির হয়। এর পর চারজনে মিলে ঠিক করে, বুধবার রাতে তারা ফরিদাবাদেই থেকে যাবে। সেই মতো একটি হোটেলে দু’টি ঘর বুক করা হয়। পরে সেই হোটেলে রাতে একটি ঘরে সবাই মিলে হইহুল্লোড় করে।
তরুণীর অভিযোগ, রাত ৯টা নাগাদ কিছু জিনিস আনতে গৌরবের সঙ্গে নিচে যান তাঁর বান্ধবী। সেই সুযোগে ঘরে একা পেয়ে সত্যেন্দ্র তাঁকে ধর্ষণ করে। বান্ধবী ঘরে ফিরলে নির্যাতিতা তাঁকে সব কথা জানান। এর পরই অন্য এক পরিচিতকে বিষয়টি জানিয়ে অভিযুক্তদের ঘরের মধ্যে আটকে রেখে পুলিশে খবর দেন ওই তরুণী।
খবর পেয়েই পুলিশ হোটেলে পৌঁছয়। উপস্থিত তিনজনকে গ্রেপ্তার করে। সরাই খাজা থানার পুলিশ আধিকারিক রাকেশ কুমার জানিয়েছেন, অভিযুক্তদের আদালতে তোলা হলে বিচারক তাঁদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুরো ঘটনার তদন্ত জারি রয়েছে৷
