আজকাল ওয়েবডেস্ক: বৈদিক জ্যোতিষশাস্ত্রে সূর্যের গুরুত্ব অপরিসীম। সৌরজগতের রাজা সূর্য স্থান পরিবর্তন করলে তার প্রভাব বিভিন্ন রাশির উপর পড়ে। নয়টি গ্রহের মধ্যে সূর্যদেব বছরে ১২ বার রাশি পরিবর্তন করেন। প্রতিটি রাশিতে মোটামুটি এক মাস অবস্থান করে সূর্য। সেই হিসেবে ১২ রাশি চক্র একবার প্রদক্ষিণ করে আসতে সূর্যের ১২ মাস সময় লাগে।

বর্তমানে সূর্য কুম্ভ রাশিতে রয়েছে। আগামী ১৪ মার্চ দোলের দিন কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশ করবে গ্রহের রাজা। সেই সময় মীন রাশিতে থাকবে শনি। জ্যোতিষশাস্ত্র বলছে, মীন রাশিতে সূর্যের গোচরের ফলে তিন রাশির সৌভাগ্যের দরজা খুলে যাবে, আপনিও কি আছেন সেই তালিকায়? জেনে নিন। 

মেষ রাশি- দোলের পর সূর্যের প্রভাবে মেষ রাশির সুদিন ফিরবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। সূর্যের পাশাপাশি কর্মফলের দেবতা শনির কৃপাও থাকবে মেষ রাশির উপর। কেরিয়ারের উন্নতির সুযোগ পাবেন। আত্মবিশ্বাস থাকবে  তুঙ্গে। প্রেমজীবনে সুখ থাকবে। বিনিয়োগের টাকা বহুগুণে লাভে ফেরত পেতে পারেন। ব্যবসায় লাভের মুখ দেখতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে।

সিংহ রাশি- ১৪ মার্চ থেকে সূর্যের আর্শীবাদে সিংহ রাশির ভাগ্যের চাকা ঘুরবে। আর্থিক সমস্যা মিটবে। যে কোনও কাজে উন্নতির পথ প্রশস্ত হবে৷ কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পেতে পারেন, বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে বড় চুক্তি করতে পারেন। স্ত্রীর সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।

কন্যা রাশি- সূর্যের গোচর কন্যা রাশির জীবনে বড় প্রভাব ফেলবে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিক হতে পারেন। সমাজে মান-সম্মান বাড়বে। নতুন কোনও ব্যবসা শুরুর যোগ রয়েছে। চাকরিতে দীর্ঘদিনের মানসিক চাপ থেকে মুক্তি পেতে পারেন৷ সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটবে৷