আজকাল ওয়েবডেস্কঃ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময় অন্তর স্থান পরিবর্তন করে। যার শুভ-অশুভ প্রভাব পড়ে ১২টি রাশির উপর। আবার কখনও কখনও একটি গ্রহের রাশিচক্রের পরিবর্তনের কারণে দুটি গ্রহ একত্রিত হয়। এই সংযোগেরও মানুষের জীবনে বড় প্রভাব পড়ে। জুন মাসে তেমনই গুরু বৃহস্পতি ও সূর্যের মহাযুতি ঘটতে চলেছে। আগামী ১৫ জুন মিথুন রাশিতে গোচর করবেন সূর্য যেখানে ইতিমধ্যেই উপস্থিত বৃহস্পতি।দুটি গ্রহের সংযোগের ফলে গুরু আদিত্য রাজযোগ তৈরি হবে। আর এই রাজযোগের প্রভাবে ভাগ্যের চাকা ঘুরবে পাঁচ রাশির।
বৃষঃ গুরু আদিত্য রাজযোগে বৃষ রাশির ভাগ্য খুলে যাবে। পেশাগত জীবনে বড় উন্নতি করতে পারেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। সংসারের আর্থিক অবস্থা অনেকটাই মজবুত হবে। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে মনস্থির করতে পারবেন। সংসারে সুখের পরিবেশ বজায় থাকবে।
সিংহঃ কর্মক্ষেত্রে পরিস্থিতি নিজের অনুকূলে থাকবে। যে কোনও কাজ পছন্দ মাফিক করতে পারবেন। অফিসে সহকর্মীরা সহযোগিতা করবেন। কাজে মনযোগ থাকবে। ছাত্রছাত্রীরা পরীক্ষায় ভাল ফল করতে পারেন। দাম্পত্য জীবনে সুখ থাকবে।
কন্যা- নতুন কোনও ব্যবসা শুরু করতে পারেন কন্যা রাশির জাতক-জাতিকারা। যা ভবিষ্যতের আর্থিক অবস্থা সুরক্ষিত করবে। পরিবারের সকলে মিলে কোনও অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হতে পারে।
কুম্ভ: সূর্য-বৃহস্পতির কুম্ভ রাশির ভাগ্য সদয় হবে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। অনেকদিনের পাওনা টাকা ফেরত পেতে পারেন। সংসারে সুখ-শান্তির পরিবেশ বজায় থাকবে। নতুন সম্পত্তি-গাড়ি কিনতে পারেন।
মীন: গুরু আদিত্য যোগ মীন রাশির জাতক-জাতিকাদের জন্য লাভজনক হতে চলেছে। কেরিয়ারে উন্নতি করতে পারেন। অফিসে যে কোনও বিষয়ে বস ও সহকর্মীদের থেকে সাহায্য পাবেন। আয় ও ব্যয়ের সামঞ্জস্য রেখে সঞ্চয়ের পথ প্রশস্ত করতে পারবেন।
