আজকাল ওয়েবডেস্ক: ইরানের সাহিত্যজগতে নেমে এসেছে গভীর শোক। ইজরায়েলি বিমান হানায় নিহত হলেন ২৩ বছর বয়সি তরুণ কবি পারনিয়া আব্বাসি। পরিবারের সদস্য—পিতা, মাতা ও ১৫ বছরের ভাই পারহাম—সকলেই মারা যান এই হামলায়। ঘটনাটি ঘটেছে তেহরানের সত্তারখান স্ট্রিটের অরচিড কমপ্লেক্সে। আক্রমণের মাত্র কয়েকদিন পর পারনিয়ার জন্মদিন ছিল।
ইংরেজি অনুবাদে স্নাতক পারনিয়া ছিলেন ব্যাংক মেল্লির কর্মী ও ইংরেজি শিক্ষিকা। সম্প্রতি ম্যানেজমেন্টে মাস্টার্সে ভর্তি হয়েও কাজের কারণে তা মুলতুবি রেখেছিলেন। তাঁর কবিতা ‘সাইলেন্ট স্টার’ সহ বহু লেখা ইরানের শীর্ষ সাহিত্যপত্রিকায় প্রকাশিত হয়েছে।
বন্ধু মরিয়ম জানান, ওই সকালে পারনিয়ার সঙ্গে তাঁর দেখা হওয়ার কথা ছিল। কিন্তু পৌঁছেই দেখেন, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হচ্ছে প্রিয় কবি ও তাঁর ভাইয়ের নিথর দেহ।
ইজরায়েলি হামলায় বহু নিরীহ নাগরিকের মৃত্যু ঘিরে আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। আমেরিকার মদতে চালানো এই হামলাকে অনেকেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে আখ্যা দিচ্ছেন। পারনিয়া ও তাঁর ভাইয়ের মৃত্যুকে এখন ইরানে দেখা হচ্ছে যুদ্ধবিধ্বস্ত সাধারণ মানুষের দুর্দশার প্রতীক হিসেবে।
