আজকাল ওয়েবডেস্ক: ব্রিটেন সফর সেরে বর্তমানে মলদ্বীপ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বছর দ্বীপরাষ্ট্রটিতে তাঁর আগমন বিশেষ ভাবে উল্লেখযোগ্য। শুধুমাত্র মলদ্বীপের ৬০তম স্বাধীনতা দিবস উদযাপনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কারণেই নয়, বরং এটি দুই দেশের মধ্যে কূটনীতির সম্পর্কে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের চিহ্নও বটে।

২০২৩ সালে মলদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জু ক্ষমতায় আসার পরেই 'ইন্ডিয়া আউট' প্রচার তীব্রতর হয়েছিল। যা প্রাথমিকভাবে শুরু করেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল্লাহ ইয়ামিনের। মলদ্বীপে ভারতীয় প্রভাব হ্রাস করার জন্য এই আন্দোলনটি মুইজ্জুর নির্বাচনী কৌশলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল।

?ref_src=twsrc%5Etfw">July 25, 2025

নির্বাচনী প্রচার শেষ এবং ক্ষমতায় আসার পর মুইজ্জুর সুর বদলে যেতে শুরু করে। সেই পরিবর্তনের প্রথম লক্ষণ দেখা যায় দুবাইতে জাতিসংঘের COP28 জলবায়ু শীর্ষ সম্মেলনের সময়। সেখানে তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেই বৈঠকটি এই বর্তমান সফরের ভিত্তি স্থাপন করেছিল এবং সম্ভবত ভারত-মলদ্বীপ সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছিল।

কিন্তু কূটনৈতিক আলোচনার আগে, এক্স-এ একটি ঝড় উঠেছিল যার ফলে মলদ্বীপের পর্যটন ৪২ শতাংশ হ্রাস পেয়েছিল।

#বয়কটমলদ্বীপ

২০২৪ সালের জানুয়ারিতে লাক্ষাদ্বীপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী মোদির একটি মনোরম পোস্ট দিয়ে এর শুরু। ভারতীয় উপমহাদেশের অন্তর্গত, লাক্ষাদ্বীপ মলদ্বীপের মতোই লাক্ষাদ্বীপ সাগরের দ্বীপপুঞ্জের অংশ।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram