বছরের শেষেই বদলাবে সময়। ৫ রাশির আচ্ছে দিন শুরু হচ্ছে শীঘ্রই! আগামী ৩০ ডিসেম্বর বুধ এবং শনি গ্রহ তৈরি করতে চলেছে কেন্দ্র দৃষ্টি যোগ। এই দুই গ্রহ যখন একে অন্যের ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তখন এই যোগ তৈরি হয়। এতেই লাভবান হবে ৫ রাশি। তালিকায় আছে কারা? ছবি: সংগৃহীত
2
6
বৃষ: আর্থিক অবস্থার উন্নতি হবে। সমঝে, বুঝে খরচ করার প্রবণতা বাড়বে। বিনিয়োগে মন দেবেন। এই সময়ে বিনিয়োগ করলে ভবিষ্যতে ভাল লাভ পাবেন। দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন, মানসিক চাপ কমবে। পরিবারের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে।
3
6
মিথুন: এই রাশির যে জাতকেরা ব্যবসা করেন তাঁরা ব্যাপক লাভের মুখ দেখবেন। সাহিত্য, মিডিয়ার সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের খ্যাতি বাড়বে। কেরিয়ারে উন্নতি হবে। বহুদিন ধরে যে কাজ আটকে রয়েছে সেটা শেষ হবে।
4
6
কন্যা: পদোন্নতির যোগ রয়েছে এই রাশির জাতকদের। এমনকী যাঁরা নতুন চাকরি খুঁজছেন, তাঁরাও এই সময় সুখবর পাবেন। এতদিন যে কঠোর পরিশ্রম করেছেন, সেটার ফল পাবেন।
5
6
মকর: অনুশাসন মেনে চললে সুফল পাবেন। বহুদিন ধরে যে কাজ হতে গিয়েও আটকে যাচ্ছিল, সেটা অবশেষে হবে। সঞ্চয় বাড়বে। সম্পত্তি বৃদ্ধির যোগ রয়েছে। রয়েছে অর্থপ্রাপ্তির যোগ।
6
6
কুম্ভ: নতুন প্রজেক্ট শুরু করার ভাবনা চিন্তা থাকলে এই সময় তা করে ফেলুন। নতুন ব্যবসা শুরু করারও আদর্শ সময়। আইটি কর্মীদের জন্য এই সময়টা ভাল কাটবে।