আজকাল ওয়েবডেস্ক: পূর্ব ভারতের মহিলা ও শিশুস্বাস্থ্যের ক্ষেত্রে সাধারণ মানুষের অন্যতম ভরসা ভাগীরথি উইমেন অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টার। সম্প্রতি কলকাতার নিউটাউন হাসপাতালে চালু করা হয় এই হাসপাতালের অত্যাধুনিক ‘পেডিয়াট্রিক মাল্টিস্পেশালিটি সেন্টার’।

‘পেডিয়াট্রিক মাল্টিস্পেশালিটি সেন্টার’ উদ্বোধন করেন অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান শ্রী হর্ষবর্ধন নেওটিয়া। শিশুস্বাস্থ্যের আধুনিক চিকিৎসা পরিষেবা আরও কাছে পৌঁছে দিতে এবং অভিভাবকদের ভরসা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয় সংস্থার তরফে।

নিউটাউন হাসপাতালে নবনির্মিত কেন্দ্রটি  শিশুস্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে। এই উদ্যোগের ফলে হাসপাতালের মোট শয্যা সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২০টি।

দু’দশকেরও বেশি সময় ধরে এই সেন্টার মাতৃ ও শিশুস্বাস্থ্যের ক্ষেত্রে অসংখ্য পরিবারের ভরসার ঠিকানা। হাসপাতাল কর্তৃপক্ষ ও অভিজ্ঞ চিকিৎসকদের মতে, ভারতে শিশু চিকিৎসা শুধুমাত্র সাধারণ পরিষেবার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না।

সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিশুদের জন্য প্রয়োজন আরও উন্নত ও প্রযুক্তিনির্ভর চিকিৎসা ব্যবস্থার। তাঁদের মতে, শিশুদের হৃদরোগ, স্নায়ুর সমস্যা কিংবা কিডনি-সংক্রান্ত বহু জটিল রোগের চিকিৎসার জন্য দ্রুত রোগ শনাক্তকরণ,ডায়াগনস্টিক ব্যবস্থা এবং বিশেষজ্ঞদের মতামত। দ্রুত রোগ শনাক্ত করে সঠিক চিকিৎসা পরিষেবা দিতে বদ্ধপরিকর এই সেন্টার। এই লক্ষ্য পূরণে হাসপাতালে রয়েছে:

পেডিয়াট্রিক সার্জিকাল ইকোসিস্টেম 

পেডিয়াট্রিক ক্যাথ ল্যাব

পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি অপারেশন থিয়েটার

পেডিয়াট্রিক ডায়ালিসিস ইউনিট।

শুধু রোগের চিকিৎসা নয় পাশাপাশি মানসিক দিক থেকেও নজর রাখা জরুরি। এই ভাবনা মাথায় রেখেই হাসপাতালে তৈরি করা হয়েছে:

পেডিয়াট্রিক কার্ডিওলজি

পেডিয়াট্রিক নেফ্রোলজি

পেডিয়াট্রিক নিউরোলজি

পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি

পেডিয়াট্রিক সার্জারি

পেডিয়াট্রিক ইউরোলজি

পেডিয়াট্রিক অর্থোপেডিক্স

নিওনেটাল ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (NICU)

পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (PICU)

পেডিয়াট্রিক ইমার্জেন্সি পরিষেবা

প্রযুক্তিনির্ভর অপারেশন থিয়েটারের পাশাপাশি রয়েছে শিশু-বান্ধব ইন্টিরিয়র। 

সেন্সরি-অ্যাওয়ার পরিবেশ এবং নবজাতক, শিশু ও কিশোরদের জন্য আলাদা আলাদা বয়সভিত্তিক জোন। 

অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া বলেন, “এই হাসপাতাল শুধু আমাদের স্বাস্থ্য পরিষেবার বিস্তার নয়, এটি আমাদের বিশ্বাসেরই প্রকাশ। আমরা বিশ্বাস করি, প্রতিটি শিশুর যত্ন হওয়া উচিত তার নিজের মতো করে। শিশুরা বড়দের ক্ষুদ্র সংস্করণ নয়—তাদের শরীর, অনুভূতি ও দুর্বলতা আলাদা, আর সেই আলাদা যত্নের জন্য দরকার বিশেষ দক্ষতা ও গভীর সংবেদনশীলতা। তাই আমরা সবসময় এমন একটি পরিবেশ গড়ে তুলতে চেয়েছি, যেখানে বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে মানবিক স্পর্শ মিলেমিশে থাকে। যেখানে শিশুরা নিরাপদ বোধ করবে, আর তাদের পরিবারের মানুষরা আস্থা রাখতে পারবেন। এই নতুন কেন্দ্র সেই বৃহত্তর স্বপ্নের দিকেই আমাদের আরও একটি বড় পদক্ষেপ।”

নেওটিয়া ভাগীরথী উইমেন অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টার প্রতিষ্ঠানটির ট্যাগ লাইন 'Caring About Your Care।' চিকিৎসা পরিষেবার পাশাপাশি হাসপাতালটি শহরের অসংখ্য পরিবারের কাছে অন্যতম ভরসার জায়গা হয়ে উঠেছে।

২০০২ সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালের একটাই লক্ষ্য ছিল—মহিলা ও শিশুদের জন্য বিশেষভাবে উপযোগী এবং উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা প্রদান করা। কর্তৃপক্ষের দূরদর্শী ভাবনায় ধীরে ধীরে এই হাসপাতাল শহরের অন্যতম ভরসা যোগ্য চিকিৎসা কেন্দ্র হয়ে উঠেছে।