আজকাল ওয়েবডেস্ক: অশ্লীল বিষয়বস্তুর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। শুক্রবার বেশ কয়েকটি অ্যাপ এবং ওয়েবসাইটকে নিষিদ্ধ ঘোষণা করেছে মোদি সরকার। কেন্দ্র ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের (আইএসপি)জনসাধারণের জন্য ওই অ্যাপ এবং ওয়েবসাইগুলির অ্যাক্সেস জনসাধারণের জন্য সীমিত করার নির্দেশ দিয়েছে। সূত্রের খবর, তথ্য ও সম্প্রচার মন্ত্রক আপত্তিকর বিজ্ঞাপনের ২৫টি লিঙ্ক শনাক্ত করেছে যার মধ্যে পর্নোগ্রাফিক বিষয়বস্তু রয়েছে। গত বছর মার্চ মাসেও ১৮টি ওটিটি প্ল্যাটফর্মকে নিষিদ্ধ ঘোষণা করেছিল তথ্য এবং সম্প্রচার মন্ত্রক।

নির্দেশে, অলট বালাজি, উল্লু, বিগ শটস অ্যাপ, দেশিফ্লিক্স, বুমেক্স, নাভারাসা লাইট, গুলাব অ্যাপ, কঙ্গন অ্যাপ, বুল অ্যাপ, জলওয়া অ্যাপ, ওয়াও এন্টারটেইনমেন্ট, লুক এন্টারটেইনমেন্ট, হিটপ্রাইম, ফেনেও, শোএক্স, সোল টকিজ, হটএক্স ভিআইপি, আড্ডা টিভি, হালচাল অ্যাপ, মুডএক্স, নিয়নএক্স ভিআইপি, ফুগি, মোজফ্লিক্স এবং ট্রাইফ্লিক্সকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 

সরকারের মতে, উপরে উল্লিখিত লিঙ্কগুলি বেশ কয়েকটি আইন লঙ্ঘন করছে, যেমন তথ্য প্রযুক্তি আইন, ২০০০ এর ধারা ৬৭ এবং ৬৭এ। ভারতীয় ন্যায় সংহিতার ধারা ২৯৪, নারীর অশ্লীল প্রতিনিধিত্ব (নিষেধ) আইন, ১৯৮৬ এর ধারা ৪। সরকারি নোটিশের বলা হয়েছে যে ইন্টারনেচ পরিষেবা প্রদানকারীদের আইটি আইন, ২০০০ এবং আইটি বিধি, ২০২১ এর অধীনে বেআইনি সামগ্রী সরিয়ে ফেলতে হবে বা ব্লক করতে হবে।

সরকার আইটি আইন, ২০০০ এর ধারা ৭৯(৩)(খ) এর উপর জোর দিয়েছে, যা নির্দেশ করে যে মধ্যস্থতাকারীরা যদি সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ কর্তৃক অবহিত হওয়ার পরেও অবৈধ কার্যকলাপের জন্য ব্যবহৃত সামগ্রী অবিলম্বে না সরালে বা অ্যাক্সেস বন্ধ না করে তবে তাদের দায়বদ্ধতা সুরক্ষা হারাবে।

আরও পড়ুন: আর ভারতীয় নয়, আমেরিকানদের চাকরি দাও, গুগল-মাইক্রোসফটকে নির্দেশ ট্রাম্পের

এই বছরের এপ্রিলে, সুপ্রিম কোর্ট OTT এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে যৌন উদ্দীপক বিষয়বস্তুর স্ট্রিমিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একটি জনস্বার্থ মামলার (PIL) জবাবে কেন্দ্র এবং প্রধান ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে নোটিশ জারি করে। কেন্দ্র, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, উল্লু, অলট, এক্স (পূর্বতন টুইটার), ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং অন্যান্যদের কাছে এই নোটিশ পাঠানো হয়েছিল।

সংবাদ সংস্থা পিটিআই অনুযায়ী, বিচারপতি বি আর গাভাই এবং অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ স্বীকার করেছে যে আবেদনটি একটি উল্লেখযোগ্য উদ্বেগ উত্থাপন করেছে। তবে দুই বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয় যে বিষয়টি নির্বাহী বা আইনসভার আওতাধীন।

মে মাসে, ওটিটি প্ল্যাটফর্ম উল্লু তাদের ওয়েব সিরিজ হাউস অ্যারেস্টের একটি ক্লিপ ভাইরাল হওয়ার পর সমালোচনার মুখে পড়ে। যার উপস্থাপক ছিলেন বিগ বসের প্রাক্তন প্রতিযোগী আজাজ খান। একটি অশ্লীল ভিডিও ভাইরাল হয়েছিল। শিবসেনা (ইউবিটি) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী-সহ বেশ কয়েকজন নেতা ভিডিওটির নিন্দা করেছেন। তিনি এক্স-এ লিখেছেন, "আমি স্ট্যান্ডিং কমিটিতে এই বিষয়টি তুলে ধরেছি যে উল্লু অ্যাপ এবং অল্ট বালাজির মতো অ্যাপগুলি অশ্লীল বিষয়বস্তু তৈরির পরেও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নিষেধাজ্ঞা থেকে রক্ষা পেয়ে গিয়েছে। আমি এখনও তাদের উত্তরের অপেক্ষায় আছি।"

এই ক্ষোভের পরপরই, জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লিউ) সিরিজটির স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত শুরু করে। এতে নারীদের চিত্রায়নের সমালোচনা করে এবং সম্পূর্ণ নিষেধাজ্ঞা সহ সম্ভাব্য নিয়ন্ত্রক ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়েছিল।