আজকাল ওয়েবডেস্ক: প্রেমের অনুভূতি সাধারণত বয়স, ধর্ম, বর্ণ, জাতপাত কোনোকিছুকেই বাধ মানে না। পৃথিবীতে এমন ঘটনা বিরল নয় যে বয়সে বড় কোনও মহিলার সঙ্গে বিয়ে হয়েছে বা প্রেম হয়েছে তরুণের। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এক ৬৩ বছরের মহিলার খবর সামনে এসেছে যিনি শুধুমাত্র তরুণ যুবকদের সঙ্গে সম্পর্কে যেতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। কী কারণে এমন সিদ্ধান্তে এসেছেন সিন্ডী গ্যালপ নামে ওই মহিলা তাও তিনি ফাঁস করেছেন এক সাক্ষাৎকারে। ৬৩ বছরের সিন্ডী আগে নিউইয়র্কের একটি বিজ্ঞাপন সংস্থা পরিচালনা করতেন।

 

 

এক সাক্ষাৎকারে সিন্ডী জানিয়েছেন, তরুণ যুবকদের সঙ্গে ডেটে গেলেও তিনি সম্পর্কে যেতে খুব একটা আগ্রহী নন। একটি অনলাইন ডেটিং ব্র্যান্ডের জন্য ব্যবসায় একটি প্রেজেন্টেশনের সময় প্রথমবার যুবকদের প্রতি তাঁর প্রেম ভাব আসে। তিনি বলেন, ‘সব সময়ে যে ব্যবসায়িক কারণেই তরুণ যুবকদের সঙ্গে ডেট করতে হবে এমনটা তো নয়। নিজের জীবনেও তো চেষ্টা করে দেখা যায়। তখন থেকেই শুরু। এটা আমার কাছে অনেকটা নতুন অ্যাডভেঞ্চারের মত’। 

 

 

তবে তরুণদের সঙ্গে ডেটে যাওয়ার প্রধান কারণ হিসেবে সিন্ডী জানিয়েছেন, শারীরিক চাহিদা মেটাতেই তরুণ যুবকদের সঙ্গে ডেটে যান তিনি। তাঁর কথায়, ‘আমার এমন পুরুষ পছন্দ যাদের প্রচুর স্ট্যামিনা। আমার বয়সের পুরুষদের মধ্যে সেটা আমি পাব না। সে কারণেই এই সিদ্ধান্ত’। তবে নিজের এই যাত্রার সময়ে আশেপাশের মানুষকেও যৌন শিক্ষা সম্পর্কে শেখানোর চেষ্টা করেছেন সিন্ডী। অনেক সময়েই তাঁকে হেনস্থা হতে হয়েছে। তবে তিনি দমে যাননি। এখনও লড়ে যাচ্ছেন মানুষের দৃষ্টিভঙ্গীকে বদলাতে।