আজকাল ওয়েবডেস্ক: এক সপ্তাহের ঝোড়ো অভিযানের পর রবিবার সিরিয়ার রাজধানী দামাস্কাস দখল করল বিদ্রোহী বাহিনী তাহরির আল শাম। জানা গিয়েছে, দেশটির সেনাবাহিনীর কোনও প্রতিরোধ ছাড়াই বিদ্রোহীরা শহরটির দখল নেয় রবিবার সকালে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন। সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ একটি বিমানে করে অজ্ঞাত স্থানে পাড়ি দিয়েছেন। ২৪ বছর ধরে সিরিয়ার শাসনভার ধরে রাখা আসাদের পতনের কথা সিরিয়ার সেনা কর্মকর্তাদের জানানো হয়েছে।

 

বিদ্রোহীরা এক বিবৃতিতে জানিয়েছে, ‘স্বৈরাচারী শাসক বাশার আল-আসাদ পালিয়ে গেছেন। আমরা দামাস্কাসকে আসাদ-মুক্ত ঘোষণা করছি। অন্ধকার যুগের অবসান হয়ে সিরিয়ার এবার নতুন যুগের সূচনা হবে’। গত এক সপ্তাহ ধরেই ক্রমাগত বিদ্রোহী বাহিনীর আক্রমণের মুখে পিছু হটছে সেনাবাহিনী। এদিন সিরিয়ার সেনাবাহিনী দামাস্কাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও পিছু হটে। বিমানবন্দরে দায়িত্বরত অফিসার ও সৈন্যরা তাঁদের অবস্থান ছেড়ে পালিয়ে যান। রাজধানী দামাস্কাসে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই।

 

শহরের স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, সারা শহর জুড়ে শুধু শুলির শব্দ শোনা যাচ্ছে। প্রেসিডেন্ট আসাদের অনুগামীরা শহর ছেড়ে পালাতে শুরু করেছেন। এক ফুটেজে দেখা গেছে, উল্লাসে মেতে ওঠা বিদ্রোহীরা শূন্যে গুলি ছুঁড়ছেন এবং সেনার ট্যাঙ্কে উঠে আনন্দে স্লোগান দিচ্ছেন। দামাস্কাসে বাশার আল-আসাদের মূর্তি ভেঙে ফেলা হয়েছে। স্থানীয় একটি মসজিদ থেকে তাঁর পতনের ঘোষণা করা হয়েছে। বিদ্রোহী গোষ্ঠীর তরফে জানানো হয়েছে, জানিয়েছে, দামাস্কাসের উত্তরে অবস্থিত কারাগার থেকে মুক্ত করা হয়েছে বন্দিদের। ঘটনাকে সিরিয়ার ইতিহাসের এক নতুন মোড় হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।