আজকাল ওয়েবডেস্ক: বিদেশে মার্কিন সহায়তা স্থগিত করার সিদ্ধান্ত ট্রাম্পের। স্বাভাবিকভাবেই, এই সিদ্ধান্ত গ্রহণে অন্যান্য দেশগুলি বিপাকে পড়বে, তা নিয়ে জল্পনা হয়েছে বিস্তর। সম্প্রতি একাধিক সর্বভারতীয় সংবাদ সংস্থায় প্রকাশ্যে এসেছে ভয় ধরানো তথ্য।

কী বলা হয়েছে তাতে? প্রতিবেদনগুলিতে আশঙ্কা করা হয়েছে, মার্কিন মুলুকের এই সিদ্ধান্তে বিপাকে পড়বে বিভিন্ন দেশের লক্ষ লক্ষ মানুষ। কীভাবে মার্কিন মুলুকের এই নীতি প্রভাবিত করবে?

তথ্য, ট্রাম্প প্রশাসনের মার্কিন বৈদেশিক সাহায্য বন্ধ করে দেওয়ার ফলে বিশ্বের ১ কোটি ৪০ লক্ষেরও বেশি মানুষের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা। মোট সংখ্যার মধ্যে এক তৃতীয়াংশ শিশু।

বিশ্ব ও ব্যবসায়িক নেতারা এই সপ্তাহে স্পেনে জাতিসংঘের সম্মেলনে জড়ো হওয়ার সময় ল্যানসেট জার্নালে এই গবেষণা তথ্য প্রকাশিত হয়।

জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট প্রেসিডেন্ট পদে ফিরে আসার আগ পর্যন্ত মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) বিশ্বব্যাপী মানবিক তহবিলের ৪০% এরও বেশি সরবরাহ করেছিল।

১৩৩টি দেশের তথ্য পর্যালোচনা করে আন্তর্জাতিক গবেষকদের দল অনুমান করেছে যে ২০০১ থেকে ২০২১ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলিতে ইউএসএআইডির তহবিল ৯ কোটি ১০ লক্ষ মৃত্যু রোধ করেছে।


কিন্তু আচমকা তা বন্ধ করে দেওয়ায় বিপত্তির সম্ভাবনা প্রবল। বিশেষজ্ঞদের মতে, একাধিক নিম্ন, মধ্য আয়ের দেশের বাসিন্দারা প্রবল সময়ার মধ্যে পড়বেন মার্কিন মুলুকের এই সিদ্ধান্তে।