আজকাল ওয়েবডেস্ক: সিংহ নামটা শুনলেই মাথায় আসে জঙ্গলের রাজা আর তার গর্জনের কথা। কিন্তু সিংহের পরিচয়টা কতটা সত্য তা নিয়ে এবার সত্যিই ভাবতে হচ্ছে। সম্প্রতি ইন্টারনেটে একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর সিংহ সম্পর্কে সাধারণ মানুষের চিরাচরিত ভাবনা রীতিমত চ্যালেঞ্জের মুখে পড়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, এক তরুণী সিংহের সঙ্গে স্নেহের মুহূর্ত ভাগ করে নিচ্ছেন। সিংহটিকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন তিনি। অবিশ্বাস্য শুনতে লাগলেও ঘটনাটি বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে চর্চার বিষয় হয়ে উঠেছে।

 

দু’দিন আগে এক্স হ্যান্ডেলে একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয় এই ভিডিওটি। সেখানে দেখা যায়, এক তরুণী একটি বিশাল সিংহকে জড়িয়ে ধরে তাকে আদর করছেন। সিংহটি তরুণীর কোলে আরাম করে বসে রয়েছে, কখনও শুয়ে পড়ছে, আবার কখনও হাই তুলছে, আবার কখনও স্নেহময় মুহূর্ত উপভোগ করছে। এই দৃশ্য সিংহের চিরাচতির স্বভাবের থেকে একেবারেই আলাদা। ভিডিওটি ইতিমধ্যেই ইন্টারনেটে ১.১ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা।

 

?ref_src=twsrc%5Etfw">December 25, 2024

 

 

অনেকই প্রাণী এবং মানুষের এই বন্ধনের প্রশংসা করেছেন। আবার অনেকে মহিলার সম্ভাব্য বিপদের কথা ভেবে চিন্তা প্রকাশ করেছেন। অনেকে লিখেছেন, ‘মানুষ এবং প্রাণীর সম্পর্ক সত্যিই জটিল এবং এই ঘটনা সেটাকে আরও উজ্জ্বল করে তুলেছে’। আবার কেউ সতর্ক করেছেন, ‘সিংহ যতই বন্ধুসুলভ আচরণ দেখাক প্রকৃত হিংস্রতা লুকিয়ে রেখেছে’। ঘটনাটি মানুষের এবং বন্যপ্রাণীর সম্পর্কের জটিলতা নিয়ে আলোচনা উসকে দিয়েছে। সিংহের মত একটি শিকারী প্রাণীর সঙ্গে এই ধরনের বেপরোয়া ঝুঁকি নেওয়া আদৌ উচিত কিনা তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।