আজকাল ওয়েবডেস্ক: ইরান-ইজরায়েল উত্তেজনার মধ্যেই ভারতীয় ছাত্রছাত্রীদের দেশে ফেরাতে বড় পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। ইরানের উর্মিয়া মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ১১০ জন ভারতীয় ছাত্রছাত্রীকে সফলভাবে সরিয়ে আনা হয়েছে এবং তাঁদের নিরাপদে আর্মেনিয়ার সীমান্ত পার করানো হয়েছে। জানা গিয়েছে, এই পড়ুয়ারা বুধবার দিল্লির উদ্দেশে উড়ান দেবে বলে জানা গিয়েছে। ইরান এবং ইজরায়েলের চলমান উত্তেজনার মধ্যে এটাই ভারতের প্রথম বড়সড় উদ্ধার অভিযান। সোমবার থেকেই ইরানে ভারতীয় নাগরিকদের নিরাপদে সরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে ভারত।

?ref_src=twsrc%5Etfw">June 17, 2025

ইরানে পরিস্থিতির ক্রমশ অবনতি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানানো হয়েছে, যাঁরা নিরাপদে সড়কপথে ইরান ছাড়তে পারবেন তাঁরা যেন অবিলম্বে দেশ ছাড়েন। তাঁদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে ভারত সরকার। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, তেহরানে ভারতীয় দূতাবাস পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। ইরানে থাকা ভারতীয় ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাঁদের নিরাপদ স্থানে স্থানান্তরিত করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। জানা গিয়েছে, ইরানের অন্যান্য অঞ্চল থেকেও ভারতীয়দের সরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। জানানো হয়েছে, প্রত্যেক ভারতীয় যারা তেহরানে আটকে আছেন তাঁরা যেন দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগে থাকেন।

?ref_src=twsrc%5Etfw">June 17, 2025

যাঁরা দূতাবাসের সঙ্গে যোগাযোগে থাকতে পারছেন না তাদের জন্য হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে। ইজরায়েলের হামলায় তেহরানের পরিস্থিতি বর্তমানে বিপজ্জনক। সে কারণে ভারত সরকারের তরফে ইরানে আটকে থাকা মানুষদের নির্দেশ দেওয়া হচ্ছে শহরের বাইরে আশ্রয় নেওয়ার। এদিন ভারতীয় দূতাবাসের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানানো হয়, যারা নিজেদের উদ্যোগে শহরের বাইরে যেতে পারবেন তাঁরা দেরি না করে তেহরানের বাইরে কোনও নিরাপদ জায়গায় আশ্রয় নিন। এই পরিস্থিতিতে বিদেশমন্ত্রকের তরফেও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশমন্ত্রকের তরফে ইতিমধ্যেই খোলা হয়েছে কন্ট্রোল রুম। ক্রমাগত নজর রাখা হচ্ছে তেহরানের পরিস্থিতির ওপর। পাশাপাশি, তেহরানে ভারতীয় দূতাবাসের তরফে ২৪*৭ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।