আজকাল ওয়েবডেস্ক: টানা ১২ দিন যুদ্ধের পর, ঘণ্টাখানেক আগেই যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে দুই দেশ। কয়েকঘণ্টার মধ্যেই যা তথ্য উঠে আসছে, তাতে বোঝা যাচ্ছে, তাহলে কি যুদ্ধবিরতি লঙ্ঘন শুরু?

?ref_src=twsrc%5Etfw">June 24, 2025

 

আইডিএফ অর্থাৎ ইজরায়েল ডিফেন্স ফোর্স ভারতীয় সময় একটা পাঁচ নাগাদ বিবৃতি দিয়ে জানিয়েছে, ইরান ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে, নর্দান ইজরায়েলে সাইরেন বাজছে সাধারণ মানুষকে সতর্ক করার জন্য। 

 অবশেষে আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মতি দিল ইজরায়েল এবং ইরান। মঙ্গলবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইলের হুমকির বিরুদ্ধে আমরা আমাদের অভিযান সফলভাবে শেষ করেছি’। মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে নেতানিয়াহু আরও বলেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সক্রিয় সহযোগিতা এবং প্রতিরক্ষায় অংশগ্রহণের জন্য আমি কৃতজ্ঞ। তাঁর প্রস্তাবিত যুদ্ধবিরতিতে আমরা সম্মতি জানাচ্ছি’।

এদিন প্রথমে ইজরায়েলের সম্মতির কথা ঘোষণার পরেই ট্রাম্প একটি বার্তায় জানান, ‘উভয় পক্ষ তাদের শেষ মিশন শেষ করার পর যুদ্ধবিরতি কার্যকর হবে’। ট্রাম্পের এই ঘোষণার পরপরই ইরানের বিদেশমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি জানান, তাঁদের পক্ষ থেকে এখনও কোনও যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার কিছুক্ষণ পরেই ইরানের অবস্থানে বদল আসে। খামেনেইয়ের দেশের রাষ্ট্রীয় টিভি যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে জানায়, বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ট্রাম্পও পরে আরও একটি পোস্ট করে বলেন, ‘ইরান এবং ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি বর্তমানে কার্যকর রয়েছে।

 

মঙ্গলবার সকালেও ইরান হামলা চালিয়েছে ইজরায়েলে। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঘণ্টাখানেক পরে ইজরায়েল ডিফেন্স ফোর্স জানিয়েছে, ফের হামলা চালাচ্ছে ইরান।