আজকাল ওয়েবডেস্ক: ঘটনাটি জার্মানির এক রেস্তোরাঁর। হঠাৎ করেই রেস্তোরাঁর একটি পিজ্জা আইটেম বেস্ট সেলার হয়ে ওঠে ক্রেতাদের। তার নাম দেওয়া হয়েছিল নম্বর ৪০। হঠাৎ করেই ক্রেতাদের মধ্যে এই পিজ্জা নিয়ে এত মাতামাতি কেন তা নিয়ে তদন্ত করতেই ফাঁস হল রহস্য। ওই পিজ্জার মাধ্যমে পাচার করা হচ্ছিল কোকেন। রেস্তোরাঁর মালিককে জেরা করতেই উদ্ধার হয়েছে মাদক। মালিককে গ্রেপ্তার করেছে জার্মান পুলিশ।

 

 

জানা গিয়েছে, গত মার্চ মাসে খাদ্য পরিদর্শকরা লক্ষ্য করেন যে পিজারিয়ার মেনুতে "নম্বর 40" আইটেমটি অস্বাভাবিকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। এই ঘটনায় মালিককে জেরা করতেই ওই ব্যাক্তি তাঁর অ্যাপার্টমেন্টের জানালা থেকে কোকেনের একটি ব্যাগ ফেলে দেওয়ার চেষ্টা করেন। যা সরাসরি বাইরে দাঁড়িয়ে থাকা পুলিশের হাতে এসে পড়ে। অনুসন্ধানের সময় ৩.৫ পাউন্ড কোকেন, প্রায় ৪০০ গ্রাম গাঁজা এবং ২৯০,৩৭৮ ডলার নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

 

 

ওই রেস্তোরাঁর ম্যানেজার গ্রেপ্তারির পর মুক্তি পেলেও ফের মাদক-সম্পর্কিত কাজে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তদন্তে আরও তিনজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৩৫০টিরও বেশি গাঁজার গাছ, নগদ অর্থ, অস্ত্র ও উচ্চমানের ঘড়ি।

 

 

তবে কোকেন মেশানো ওই পিজ্জার মূল্য এবং আর কারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন তা এখনও জানা যায়নি। কত পিজ্জা বিক্রি করা হয়েছিল ঐ রেস্তোরাঁর তরফে তাও জানার চেষ্টা করছে পুলিশ।