আজকাল ওয়েবডেস্ক : দেশের শিক্ষিত যুবদের জন্য নতুন প্রকল্প নিয়ে এল কেন্দ্র সরকার। ২১ থেকে ২৪ বছরের মধ্যে যাদের বয়স তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। দেশের সেরা প্রতিষ্ঠানগুলিতে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পঞ্চম প্রকল্পের মধ্যে এটি একটি।

 

চলতি বছরের কেন্দ্রীয় বাজেটে এই প্রকল্পের কথা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছিলেন। এই প্রকল্পের মধ্যে দেশের ৫০০ টি সেরা প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন শিক্ষিত যুবরা। আগামী ৫ বছরের মধ্যে মোট ১ কোটি যুব এই সুযোগ পাবেন। টানা ১ বছর ধরে সেই প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন যুবরা। এখানেই শেষ নয়, ইন্টার্নশিপ চলাকালীন মাসে ৫ হাজার টাকা করে টাকাও পাবেন তারা। এছাড়াও এককালীন ৬ হাজার টাকা পাবেন তারা।

 

যে প্রতিষ্ঠানে তারা ইন্টার্নশিপ করবেন সেই প্রতিষ্ঠান তারা এই প্রশিক্ষণের খরচ বহন করবেন। পাশাপাশি ইন্টার্নশিপের ১০ শতাংশ অর্থও তারা দেবেন। দেশে কর্মসংস্থানের জন্য মরিয়া মোদি সরকার। তৃতীয়বার ক্ষমতায় এসে সরকার গঠনের পর তাই আগে থেকেই দেশের যুবদের পাশে দাড়িয়েছে তারা। দেশের যুবরা যাতে প্রতিটি পদক্ষেপে নিজেদের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে সেজন্যই এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।