আজকাল ওয়েবডেস্ক: সেতু বিপর্যয়। হাহাকার-মৃত্যুমিছিল। এই বিপর্যয়ের কারণে আরও বড় মাশুল গুনতে হবে স্থানীয়দের। তথ্য, আনন্দ ও ভদোদরা জেলার সংযোগকারী গুজরাটের একটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়ায় লোকজনকে অতিরিক্ত ৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। অর্থাৎ গন্তব্যে পৌঁছতে এবার থেকে অতিরিক্ত সময় লাগবে স্থানীয়দের।
আরও পড়ুন: শৌচাগারে রক্তের দাগ, ‘কার পিরিয়ড হয়েছে?’, শয়ে শয়ে পড়ুয়ার পোশাক খুলিয়ে যাচাই করল স্কুল!
পাদরা শহরের কাছে অবস্থিত গম্ভীরা সেতুটি দক্ষিণ গুজরাট থেকে সৌরাষ্ট্রে পৌঁছানোর একমাত্র 'শর্টকাট' রাস্তা ছিল। সেতুটি এখন বন্ধ হয়ে যাওয়ায়, দক্ষিণ গুজরাট থেকে সৌরাষ্ট্রে পৌঁছানোর একমাত্র উপায় হবে ভাসাদ।
এর জন্য চালকদের ৫০ কিলোমিটার বেশি ভ্রমণ করতে হবে। এর পাশাপাশি, দক্ষিণ গুজরাট থেকে আসা এবং যাওয়া সমস্ত যানবাহন ভাসাদ রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে, যার ফলে টোল প্লাজায় যানজটের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বুধবার সকালে ঘটনাটি ঘটেছে গুজরাটের ভদোদরায়। পুলিশ জানিয়েছে, এদিন অফিস টাইমে সেতু দিয়ে বহু গাড়ি, ট্রাক চলাচল করছিল। হঠাৎ বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। সকলেই ছুটে এসে দেখেন, গম্ভীরা-মুজপুর সেতুটি মাঝ বরাবর ভেঙে পড়ছে। মাহিসাগর নদীতে তলিয়ে যায় কমপক্ষে চারটি গাড়ি। দু'টি ট্রাক, একটি পিক আপ ভ্যান এবং একটি গাড়ি সেতু থেকে সোজা নদীতে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী, দমকল, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, ভদোদরা জেলা প্রশাসনের উদ্যোগে আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান। শুরু হয় উদ্ধারকাজ। প্রাথমিকভাবে ন'জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। আহতদের ভর্তি করা হয় হাসপাতালে। পরে জানা যায়, মৃতের সংখ্যা বেড়ে ১১।
