আজকাল ওয়েবডেস্ক: স্কুলের শৌচাগার। তাতে রক্তের দাগ।  কার? কেন? একগুচ্ছ প্রশ্নের উত্তর খুঁজতে স্কুল কর্তৃপক্ষ যা করেছে তাতে রীতিমতো হইচই, নিন্দার ঝড়। 

সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের একটি স্কুলে। শৌচাগারে রক্তের দাগ দেখে পঞ্চম থেকে দশম শ্রেনীর ছাত্রীদের তলব করা হয় এবং পড়ুয়াদের পোশাক খুলতে বাধ্য করা হয় বলে খবর সূত্রের। জানা গিয়েছে, পোশাক খুলিয়ে যাচাই করা হয়, কার কার পিরিয়ডস চলছে সেই মুহূর্তে। ছাত্রীদের সেই বিষয়ে প্রশ্ন করা হয় বলেও জানা গিয়েছে। 

আরও পড়ুন: 'মুখে দেওয়াই যায় না', 'নিম্ন মানের' ঘটনায় মুহূর্তে জড়িয়ে গেল বালাসাহেবের নাম! জানুন সত্যিটা

ঘটনা জানাজানি হতেই তৎক্ষণাৎ স্কুলে পৌঁছন পরিবারের লোকজন। স্কুলের বাইরে বিক্ষোভ দেখান অভিভাবকরাও। তাঁদের দাবি, মেয়েদের ঋতুস্রাবের স্বাভাবিক প্রক্রিয়া সম্পর্কে সঠিক শিক্ষা দেওয়ার পরিবর্তে, অধ্যক্ষ তাদের উপর মানসিক চাপ প্রয়োগ করেছিলেন।

গোটা ঘটনাকে লজ্জাজনক বলে, তাঁরা স্কুলের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলেও জানিয়েছেন। পড়ুয়ারা এখনও ট্রমার মধ্যে রয়েছে অনেকেই, তেমনটাই জানিয়েছেন অভিভাবকরা।