আজকাল ওয়েবডেস্ক: হঠাৎই নখের উপর ফুটে উঠল দুধ-সাদা ছোট্ট দাগ। কখনও একটি, কখনও একাধিক। কখনও বা অর্ধেক নখ জুড়েই চালচিত্রের মতো অর্ধচন্দ্রাকৃতি। এই দাগ দেখে কেউ ভাবেন শরীরে বুঝি ক্যালসিয়ামের ঘাটতি হল, কারও মতে সবটাই ভিটামিনের অভাব। কিন্তু সত্যিই কি তাই? নাকি শরীরের অন্দরের কোনও গোলমালের পূর্বাভাস?
কেন হয় নখে এমন সাদা দাগ? চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় এর নাম ‘লিউকোনিখিয়া’। বেশিরভাগ ক্ষেত্রেই এর পিছনে কোনও গুরুতর কারণ থাকে না।
বিশেষজ্ঞদের মতে, নখের উপর এই সাদা দাগের অন্যতম প্রধান কারণ হল সামান্য চোট বা আঘাত। নখের গোড়ায় ‘নেইল ম্যাট্রিক্স’ বলে একটি অংশ থাকে, সেখান থেকেই নখের বৃদ্ধি হয়। এই জায়গাটির উপর হালকা চোট লাগলে তার ছাপ পড়ে নখের উপর। সপ্তাহখানেক পর সেই দাগই সাদা ছোপ আকারে ভেসে ওঠে। ছোটবেলার খেলাধুলার সময় বা দৈনন্দিন কাজে অজান্তে পাওয়া চোটও অনেক সময় এভাবে প্রকাশ পায়।
কখন হবেন সতর্ক?
সাধারণত এই দাগ ক্ষতিকর না হলেও, সব সময় একে হালকাভাবে নেওয়া উচিত নয়। কিছু ক্ষেত্রে এটি শরীরের অভ্যন্তরীণ সমস্যার আগাম ইঙ্গিত হতে পারে।
* পুষ্টির অভাব: শরীরে জিঙ্ক বা ভিটামিন বি-১২-এর ঘাটতি হলে নখে এমন দাগ দেখা দিতে পারে।
* অন্যান্য রোগ: ছত্রাকের সংক্রমণ (ফাংগাল ইনফেকশন), অ্যাজমা, হেপাটাইটিস, এমনকি কিডনির সমস্যা বা আর্সেনিকের বিষক্রিয়ার মতো গুরুতর ক্ষেত্রেও এই সাদা দাগ অন্যতম লক্ষণ হতে পারে।
তাই যদি দেখেন বারবার আপনার একাধিক নখে এমন দাগ দেখা দিচ্ছে, তবে অবহেলা না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
