সংবাদসংস্থা মুম্বই:

ফতিমার তোপ! 

বলিউডে ‘নতুন’ কিংবা ‘সাইড’ চরিত্রে অভিনয় করা মানেই কি এখনও হেয় হওয়া? অভিনেত্রী ফতিমা সানা শেখের কথায়, “১০০ ভাগ সত্যি! ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্ষমতার ভারসাম্য খুবই বাস্তব। নেপোটিজ়ম তো আছেই—এবং সেটা শুধু বলিউডে না, সব জায়গাতেই।” এক সাক্ষাৎকারে ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী জানান, ইন্ডাস্ট্রিতে নিজের কেরিয়ারে ছোট চরিত্রে কাজ করতে গিয়ে বহুবার অপমানিত হয়েছেন, উপেক্ষিত হয়েছেন।”


“আমি নিজে বহুবার সেই ‘সাইড’ অভিনেতার জায়গায় থেকেছি। কখনও নিজেকে খুব ছোট মনে হয়েছে” —খোলাখুলি জানালেন ফাতিমা। তিনি আরও বলেন, “আমি এখন সেটে থাকলে খেয়াল রাখি, যদি কেউ নতুন থাকে বা ছোট চরিত্রে অভিনয় করে, তাকে যেন কোনওরকম অসম্মান বা অবহেলা না করা হয়। এটা আমার দায়িত্ব। কারণ আমি জানি, ছোট করে দেখানোটা কতটা কষ্টের। আমি চাই না, আর কেউ সেটা অনুভব করুক।”

 

আলিয়াকে প্রকাশ্যে কটাক্ষ করিনার!

“নিজের জীবনের আমি-ই নায়িকা!’ — ‘জব উই মেট’-এর গীতের  সেই বিখ্যাত সংলাপ আজও ঘুরে বেড়ায় সিনেপ্রেমীদের মনে। ইমতিয়াজ আলি পরিচালিত ২০০৭ সালের জব উই মেট ছবিতে করিনা কাপুর খান এমন এক ‘জ্বলজ্যান্ত’ চরিত্র তৈরি করেছিলেন, যেটা শুধুই সিনেমার নয়, হয়ে উঠেছিল এক যুগের আবেগ।  আজকের রিমেক আর সিক্যুয়েলের যুগে কে হতে পারে সেই নতুন ‘গীত’?

২০২৩ সালে করণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ করণ সিজন ৮’-এ একসঙ্গে হাজির হন করিনা কাপুর খান এবং আলিয়া ভাট। সেখানেই করণ প্রশ্ন করেন, “সারা, জাহ্নবী, অনন্যা না শানায়া—জব উই মেট ২-এ গীতের চরিত্রে কাকে বেছে নেবে?” অবাক হয়ে আলিয়া বলে ওঠেন, “এই তালিকায় আমি নেই কেন?” তারপরে নিজেই জানান, “আমি তো চাইব গীত -এর চরিত্রে নিজেকে দেখতে।” কিন্তু শোনামাত্রই করিনা বলে ওঠেন — “আমার মনে হয় না, গীতকে আবার কেউ ফুটিয়ে তুলতে পারবে।’’ কথায় কথায় করিনা বুঝিয়ে দিলেন, গীত শুধু একটা চরিত্র নয়— সেটা একটা সময়, একটা আবেগ, এবং সেটার সঙ্গে ছিল করিনার নিজস্ব যাদু। যার রিপ্লিকা বানানো একরকম অসম্ভব!

 

প্রাক্তন মিস ইন্ডিয়ার ‘মস্তি’ 

বলিউডের কাণ্ড-কমেডি সিরিজ মস্তি  ফিরছে চতুর্থ কিস্তি নিয়ে, আর এবার তার সঙ্গে জুড়লেন একেবারে টাটকা মুখ—অভিনেত্রী এবং প্রাক্তন মিস ইন্ডিয়া রুহি সিং। যাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল দেখলেই বোঝা যায়, গোফি মেজাজ আর প্রাণচঞ্চলতা তার ইউএসপি। এবার সেই দিকটাই নাকি বড়পর্দায় আনতে চলেছেন, ফুল অন ‘মস্তি’ মুডে! মিলাপ জাভেরি পরিচালিত এবং ইন্দ্রকুমার-অশোক ঠাকেরিয়া প্রযোজিত এই সিক্যুয়েলে রুহি থাকছেন তিন নায়িকার অন্যতম হিসেবে, যাঁদের বিপরীতে থাকবেন পুরনো মস্তি-স্টার আফতাব শিবদাসানি। দু’জনের জুটিও প্রথমবার বড়পর্দায়।

 

একটা সময় ছিল, যখন মস্তি মানেই হতো এক ঝলক এলাহি কাণ্ড—রোম্যান্স, রগরগে মজা, আর বন্ধুত্বের হুল্লোড়। সেই ফর্মুলাতেই ফিরতে চলেছে এই নতুন অধ্যায়, যেখানে রুহি আনছেন এক অন্যরকম ‘কিউট কমেডি’র ছোঁয়া।