যবে থেকে মুক্তি পেয়েছে তবে থেকে বক্স অফিস হোক বা সোশ্যাল মিডিয়া, সর্বত্রই একটাই নাম ছেয়ে গিয়েছে, 'ধুরন্ধর'। আরও ভাল করে বললে এই ছবিতে অক্ষয় খান্নার নাচের গান। তারকা থেকে আম আদমি সকলেই মেতে উঠেছেন এই গানের সুরে। দর্শক, সমালোচক সকলেই প্রশংসা করছে ছবিটির। এবার 'ধুরন্ধর' ছবির ভাইরাল গানে নাচলেন প্রিয়াঙ্কা চোপড়ার বর নিক জোনাস। আর তাতে প্রতিক্রিয়া জানালেন খোদ 'হামজা' ওরফে রণবীর। 

ইনস্টাগ্রামে এদিন নিক জোনাস অর্থাৎ প্রিয়াঙ্কা চোপড়ার বর একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানেই আমেরিকান গায়ককে এই ছবির হিট গানটি শারারাত এ নাচতে দেখা যাচ্ছে। তাঁর সঙ্গে রয়েছেন তাঁর বাকি ভাইরাও। এদিন এই ভিডিওটি পোস্ট করে নিক লেখেন, 'শোয়ের আগে নতুন হাইপ।' 

নিক জোনাস এদিন এই ভিডিও পোস্ট করতেই তাতে কমেন্ট করেছেন রণবীর সিং। অভিনেতা তাঁর নাচে মুগ্ধ হয়ে লেখেন, 'হাহা জিজু জানে দে।' মানে 'জামাইবাবু ছেড়ে দাও'। সঙ্গে তিনি নাচার ইমোজি-সহ আরও একাধিক ইমোজি পোস্ট করেছেন। রণবীরের এই কমেন্টের জবাবে মন্তব্য করেছেন নিক। তিনি লেখেন, 'ভাই! ধুরন্ধর এর টাইটেল ট্র্যাক আলাদাই লেভেলের। অনেক ভালবাসা তোমায় এবং তোমার পরিবারকে। লেটস গো!' 

প্রসঙ্গত, 'ধুরন্ধর' ছবির এই হিট গানটি গেয়েছেন জ্যাসমিন সান্ডলাস, শ্বাশত সচদেব এবং মধুবন্তী বাগচি। গত ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে 'ধুরন্ধর'। আদিত্য ধর ছবিটির পরিচালনা করেছেন। গল্পে উঠে এসেছে এমন এক ভারতীয় গুপ্তচর হামজার কথা যে দীর্ঘ সময় পাকিস্তানে জঙ্গি ঘাঁটিতে থেকে সেখানকার খবর ভারতকে দিতেন। এই চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না, আর মাধবন, সারা অর্জুন, প্রমুখকে। ছবিতে উঠে এসেছে সংসদ হামলা থেকে ২৬/১১ এর কথা। আগামী বছর এই ছবির দ্বিতীয় ভাগ মুক্তি পাবে। ২০২৬ সালের ১৯ মার্চ মু্ক্তি পাবে 'ধুরন্ধর ২'। একদিকে ছবির গান যেমন ভাইরাল, তেমনই সমাজমাধ্যম জুড়ে কেবলই এই ছবির রিভিউ। সম্প্রতি ২৬/১১ এর এক প্রত্যক্ষদর্শী ছবিটি দেখে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। বলেছেন কীভাবে এই ছবি তাঁদের সেই হাড়হিম করা ঘটনার স্মৃতি ফিরিয়ে দিয়েছে। ছবিতে দেখা গিয়েছে বেশ কিছু বাস্তব ফুটেজ, কল রেকর্ডিং।