টি২০ বিশ্বকাপের দেড় মাস আগেই অধিনায়ককে সরিয়ে দিল সূর্যদের প্রতিবেশী দেশ

দাসুন শনাকা। ছবি:‌ সংগৃহীত

আজকাল ওয়েবডেস্ক:‌ টি–টোয়েন্টি বিশ্বকাপের দেড় মাস আগে অধিনায়কই বদলে ফেলল শ্রীলঙ্কা। শুক্রবার টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ২৫ জনের প্রাথমিক স্কোয়াড বেছে নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। 


ফর্মে না থাকায় টি–টোয়েন্টি অধিনায়ক চরিথ আসালাঙ্কাকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিবর্তে অধিনায়ক করা হয়েছে দাসুন শনাকাকে। যিনি আগেও শ্রীলঙ্কার টি–টোয়েন্টি দলের নেতৃত্ব সামলেছেন। শ্রীলঙ্কার নির্বাচক কমিটির চেয়ারম্যান প্রমোদয় বিক্রমাসিংঘে জানিয়েছেন, ‘আসালাঙ্কার খারাপ ফর্ম এবং তিনটি বিশ্বকাপে শনাকার নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। শনাকা দলের গুরুত্বপূর্ণ সদস্য। অভিজ্ঞ অলরাউন্ডার। আগের দফায় যখন নির্বাচক ছিলাম, তখন শনাকা অধিনায়ক ছিল। তখন আসালঙ্কাকে নিয়ে আমাদের দীর্ঘ পরিকল্পনা ছিল।’


এটা ঘটনা, আসালাঙ্কাকে যে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে সেই আভাস আগেই পাওয়া গিয়েছিল। গত নভেম্বরে পাকিস্তান সফরের মাঝপথে অসুস্থতার কারণ দেখিয়ে আসালঙ্কাকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল।


২০২৫ সালে টি–টোয়েন্টি ক্রিকেটে ১৫.৬০ গড়ে মাত্র ১৫৬ রান করেছেন আসালাঙ্কা। তাঁর স্ট্রাইক রেট ১২১.৮৮। অধিনায়ক হিসাবে ২৫টি ম্যাচের মধ্যে জয় পেয়েছেন মাত্র ১১টিতে। যদিও বিশ্বকাপের জন্য ২৫ জনের প্রাথমিক দলে আসালঙ্কাকে রেখেছেন শ্রীলঙ্কার নির্বাচকেরা। প্রসঙ্গত, শ্রীলঙ্কা এবার টি–টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম আয়োজক।


২৫ জনের প্রাথমিক দলটা এরকম:‌ দাসুন শনাকা (‌অধিনায়ক)‌, পাথুম নিশঙ্ক, কুশল মেন্ডিস, কামিল মিসারা, কুশল পেরেরা, ধনঞ্জয় ডি’‌সিলভা, নিরোশান ডিকওয়ালে, জনিথ লিয়ানাগে, চরিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস, পবন রত্নায়েকে, সাহান আরাচিগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালেগে, মিলন রত্নায়েকে, নুয়ান থুসারা, এশান মালিঙ্গা, দুষ্মন্ত চামিরা, প্রমোদ মধুসন, মাথিসা পাথিরানা, দিলশান মধুশঙ্ক, মহেশ থিকসানা, দুসান হেমন্ত, বিজয়নাথ বিয়াসকান্ত, ত্রবীণ ম্যাথিউ। 

এদিকে, টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা হবে শনিবার। টিম ইন্ডিয়ার। একইসঙ্গে নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণাও হবে বলে জানা গিয়েছে।


৭ ফেব্রুয়ারি শুরু হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ। এবার যুগ্ম আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। ফাইনাল হবে ৮ মার্চ। জানা গেছে, শনিবার মুম্বইয়ে বোর্ডের সদর দপ্তরে অজিত আগরকারের নেতৃত্বে নির্বাচক কমিটি দল নির্বাচনী সভায় বসবেন। ওই বৈঠকেই বিশ্বকাপের দল ছাড়াও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ ও পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের দল ঘোষণা হবে। জানা গেছে, টি–টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব বৈঠকে উপস্থিত থাকবেন। হেড কোচ গৌতম গম্ভীরও হয়ত থাকবেন।