সংবাদ সংস্থা মুম্বই: ২০২২ সালে প্রথম জানা গিয়েছিল, ফিরছে ‘হেরা ফেরি’ সিরিজের তৃতীয় কিস্তি। খবর ছড়াতেই গোটা দেশে উচ্ছ্বাস, নস্টালজিয়ায় ভেসে গিয়েছিল হিন্দি ছবিপ্রেমী দর্শকেরা। সম্প্রতি ‘হেরা ফেরি ৩’-এর মহুরত শটও হয়ে গিয়েছিল। তবে তার মধ্যেই এল এমন এক খবর, যা ভেঙে দিল লক্ষ লক্ষ অনুরাগীর মন — ছবিটি থেকে সরে দাঁড়ালেন পরেশ রাওয়াল!
সূত্রের খবর, ছবির নির্মাতাদের সঙ্গে কিছু সৃষ্টিগত মতবিরোধ তৈরি হয় পরেশ রাওয়ালের। তাই তিনি নিজেই ‘হেরা ফেরি ৩’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। পরেশ রাওয়ালের ‘বাবুরাও’ চরিত্রটি ‘হেরা ফেরি’ সিরিজের প্রাণ। তাঁর মুখভঙ্গি, সংলাপ আজও ভাইরাল হয় নিয়মিত। আর সেই বাবুরাওকে ছাড়া ‘হেরা ফেরি’? ভক্তদের কাছে যেন অসম্পূর্ণ একটা ছবি!
এই খবরে সিলমোহর দিয়ে পরেশ রাওয়ালও নিজে বলেন, “হ্যাঁ, এটা সত্যি আমি আর করছি না ‘হেরা ফেরি ৩’-এ।” তবে ইন্ডাস্ট্রির অনেকেই এখনও শেষ আশায় বুক বেঁধে আছেন। কারণ এর আগে ২০২২-এ যখন জানা গিয়েছিল অক্ষয় কুমার ‘হেরা ফেরি ৩’ করবেন না, তখনও সবাই হতাশ হয়ে গিয়েছিলেন। কিন্তু পরে তিনিও ফিরেছেন সিরিজে। সেদিকে তাকিয়েই অনেকে মনে করছেন, হয়তো পরেশ রাওয়ালও শেষমেশ ফিরবেন বাবুরাও হয়ে!
২০০০ সালে মুক্তি পাওয়া ‘হেরা ফেরি’ প্রথমে খুব একটা সাফল্য না পেলেও, টিভি ও পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ার দৌলতে পেয়েছিল কাল্ট স্ট্যাটাস। ২০০৬-এর ‘ফির হেরা ফেরি’ তো সুপারহিটই হয়ে যায়। সেই জনপ্রিয়তাই আরও বাড়িয়ে দেয় তৃতীয় কিস্তির চাহিদা।
কিন্তু বাবুরাও ছাড়া কি সত্যিই হের ফেরি র ম্যাজিক সম্ভব?
