সংবাদ সংস্থা মুম্বই: বহু বছর ধরেই মার্কিন মুলুকের বাসিন্দা প্রিয়াঙ্কা চোপড়া। একের পর এক হলিউড প্রজেক্টে দেখা গিয়েছে তাঁকে। এখনও হাতভর্তি কাজ তার। তিনি এতটাই সেসব নিয়ে ব্যস্ত যে গত পাঁচ বছরে কোনও হিন্দি ছবিতে অভিনয় করেননি তিনি। এ দেশে বড়পর্দায় প্রিয়াঙ্কার শেষ কাজ ছিল 'দ্য স্কাই ইজ পিঙ্ক'। তবে এবার তিনি ফিরছেন আরব সাগরের তীরের শহরে। এবং কাজের সুবাদেই। বলিউড ফেরার ইঙ্গিত নিজেই দিলেন 'পিগি চপস'।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, "বলিউডের বহু পরিচালকের সঙ্গে কথা হয়েছে। দেখাও। এবং সবই তা কাজ সম্পর্কিত। আমি কিন্তু মজা করছি না। সত্যিই এখানকার কাজ করব বলে নানা কথা হয়েছে। হিন্দি ছবিতে কাজ করব বলে গত বেশ কয়েক বছর ধরেই ভাল বিষয়ের অপেক্ষা করে আছি। চলতি বছর ভীষণ ব্যস্ততায় কেটেছে। কিন্তু শেষমেশ বলিউডে এমন কিছুর সন্ধান পেয়েছি...যার বিষয়ে আপনাদের জানাতে পারব খুব শিগগিরই।" শত চেষ্টাতেও এর থেকে বেশি কিছু বলেননি তিনি। শুধু যোগ করলেন, " এই বিষয়ে আরও বেশি কিছু জানতে হলে এবার এক্সেল এন্টারটেইনমেন্ট সংস্থাকে (ফারহান আখতারের প্রযোজনা সংস্থা) জিজ্ঞেস করতে হবে।"

 

তবে কি ফারহানের 'জি লে জরা' ছবির শুটিংয়ের জন্য দেশে ফিরছেন প্রিয়াঙ্কা? কারণ বছর তিনেক আগেই এই ছবির ও সোনা ছেড়েছিলেন ফারহান ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়া ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাটকে। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন ফারহান স্বয়ং। তবে বিভিন্ন কারণে প্রতিবার পিছিয়েছে এই ছবির কাজ।