আজকাল ওয়েবডেস্ক: বর্তমান ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যম শুধু খবর ছড়ানোর মাধ্যম নয়, বরং এটি রোজগারেরও এক নতুন ক্ষেত্র। বিশেষ করে ফেসবুক এখন এমন এক প্ল্যাটফর্ম, যেখানে সংবাদ কনটেন্ট নির্মাতারা নানা উপায়ে আয় করতে পারেন। এর জন্য প্রয়োজন একটি শক্তিশালী ডিজিটাল উপস্থিতি, আকর্ষণীয় ও নির্ভরযোগ্য কনটেন্ট এবং ফেসবুকের নির্ধারিত নীতিমালা মেনে চলা।
আরও পড়ুন: আপনার হোয়াটসঅ্যাপেই লুকিয়ে বিপদ! গোপনে আপনার চ্যাট পড়ছে AI!
ফেসবুকে সংবাদ কনটেন্ট থেকে আয়ের জন্য প্রথম শর্ত হলো — একটি বিশ্বাসযোগ্য ও সক্রিয় পেজ বা প্রোফাইল। এ ব্যাপারে কলকাতার ডিজিটাল মিডিয়া বিশেষজ্ঞ অনির্বাণ সেন বলেন, “আপনি যদি নির্ভরযোগ্য, তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্ট তৈরি করতে পারেন, তবে দর্শক আপনাকে অনুসরণ করবে, এবং তখনই আয়ের পথ সুগম হয়।” ফেসবুক বর্তমানে নির্মাতাদের জন্য বেশ কয়েকটি আয়ের পথ খুলে দিয়েছে। এর মধ্যে অন্যতম হলো ইন-স্ট্রিম অ্যাডস বা ভিডিওর মাঝখানে প্রদর্শিত বিজ্ঞাপন। এর মাধ্যমে কনটেন্ট নির্মাতা প্রতিটি দর্শন ও বিজ্ঞাপনে ক্লিকের জন্য নির্ধারিত অর্থ পান। তবে এই সুবিধা পেতে হলে নির্দিষ্ট সংখ্যক অনুসারী ও কনটেন্ট ভিউয়ের শর্ত পূরণ করতে হয়।
আরও পড়ুন: পরকীয়া কী? 'জড়িয়ে' ধরবে কিন্তু 'জড়িয়ে' পড়বে না! বলছে ডিজিটাল প্রজন্ম
আরেকটি জনপ্রিয় আয়ের মাধ্যম হলো Facebook Stars— যেখানে দর্শকরা নির্মাতাকে সরাসরি অর্থ সহায়তা করতে পারেন। প্রতি ১টি স্টারের জন্য নির্দিষ্ট অর্থ ফেসবুক নির্মাতার অ্যাকাউন্টে জমা করে। এছাড়াও রয়েছে পেইড সাবস্ক্রিপশন বা সাবস্ক্রাইবারদের জন্য বিশেষ কনটেন্ট অফার করে মাসিক আয় করার সুযোগ। কেউ চাইলে ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করে ব্র্যান্ডেড কনটেন্ট তৈরি করে ইনকাম করতে পারেন। শুধু পেজ বা প্রোফাইল নয়, Facebook Groups ও Marketplace এর মাধ্যমেও খবরভিত্তিক কনটেন্ট বা সম্পর্কিত পণ্য বিক্রি করে উপার্জনের সুযোগ তৈরি হয়েছে। কিন্তু শুধু কনটেন্ট তৈরি করলেই হবে না, সেটি যেন ভুল তথ্য না হয়, বিদ্বেষ না ছড়ায় — সেদিকে নজর রাখতে হবে। কারণ, ফেসবুকের কনটেন্ট মনিটাইজেশন পলিসি বেশ কড়া।
রাজশাহীর সাংবাদিক রুবিনা হক বলেন, “আমি আমার নিউজ ব্লগের ভিডিও ও সরাসরি সম্প্রচারের মাধ্যমেই ফেসবুকে একটা নির্দিষ্ট পরিমাণ আয় শুরু করেছি। আগে মনে হতো শুধু ইউটিউবেই এটা সম্ভব, এখন ফেসবুকেও সেই সুযোগ এসেছে।” ফেসবুকের আলগোরিদম ও নীতিমালার সঙ্গে তাল মিলিয়ে কাজ করলে, এবং ধারাবাহিকভাবে গুণগত কনটেন্ট দিলে — সংবাদ নির্মাতারা ভবিষ্যতে আরও বড় পরিসরে এই প্ল্যাটফর্মে আয় করতে পারবেন বলে আশাবাদী বিশেষজ্ঞরা। ফেসবুক এখন আর শুধুই তথ্যের ভাণ্ডার নয়, বরং উদ্যোক্তা সাংবাদিকদের জন্য একটি পরিপূর্ণ ডিজিটাল কর্মক্ষেত্র। তাই যারা সংবাদ পরিবেশনের পাশাপাশি নতুনভাবে আয় করতে চান, তাদের জন্য ফেসবুক হতে পারে এক উল্লেখযোগ্য মাধ্যম।
