আজকাল ওয়েবডেস্ক: গত সপ্তাহে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের একাংশ গুগলের কাছ থেকে একটি ইমেল পান, যেখানে জানানো হয়, ৭ জুলাই থেকে জেমিনি AI-এর কার্যক্ষমতা আরও বিস্তৃত হচ্ছে। গুগলের ভাষায়, "জেমিনি খুব শীঘ্রই আপনার ফোনের Phone, Messages, WhatsApp ও Utilities অ্যাপ ব্যবহারে সহায়তা করতে পারবে", এমনকি আপনি যদি “Gemini Apps Activity” বন্ধ করে রাখেন, তবুও।
এই আপডেটকে কেন্দ্র করে গোপনীয়তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ গুগলের ওয়েবসাইট অনুযায়ী, জেমিনি অ্যাপস ব্যবহৃত চ্যাট বা বার্তাগুলি ৭২ ঘণ্টা পর্যন্ত সংরক্ষণ করা হবে, ব্যবহারকারীর অনুমতি থাক বা না থাক। ফলে ব্যবহারকারীরা যদি WhatsApp-এর মতো অ্যাপে তাদের ব্যক্তিগত চ্যাট গোপন রাখতে চান, তাও এখন পুরোপুরি সম্ভব হচ্ছে না। যদিও এই আপডেটের ফলে জেমিনি আগের চেয়ে আরও "স্মার্ট" হয়ে উঠবে—যেমন হোয়াটসঅ্যাপ বার্তা পড়ে তার জবাব দিতে পারবে নিজে থেকেই—তবুও ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে সংবেদনশীল ব্যবহারকারীরা একে হুমকি হিসেবে দেখছেন।
আরও পড়ুন: “বাংলায় কথা বললেই বাংলাদেশি”, অন্য রাজ্যে গেলে ফেরার গ্যারান্টি নেই: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
বিশেষজ্ঞদের মতে, হোয়াটসঅ্যাপের বার্তা আদান-প্রদান মূল অ্যাপের ভিতরে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড হলেও, ফোনে আসা নোটিফিকেশনগুলোতে বার্তার কিছু অংশ দেখা যায়। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের গভীর স্তরে মিশে থাকা জেমিনি AI এই নোটিফিকেশন ডেটা পড়ে ফেলতে পারে। এমনকি কিছু ফোনে এই নোটিফিকেশন ২৪ ঘণ্টা পর্যন্ত সংরক্ষিত থাকে। ফলে WhatsApp-এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
গুগল এখনও স্পষ্ট করেনি যে জেমিনি কীভাবে হোয়াটসঅ্যাপ বার্তা পড়বে বা সংরক্ষণ করবে। কিন্তু ধারণা করা হচ্ছে, নোটিফিকেশন ও অ্যাপ পারমিশনের মাধ্যমেই এই প্রবেশ ঘটছে। যারা চান না যে জেমিনি AI তাদের ব্যক্তিগত অ্যাপের তথ্য পড়ুক, তাদের জন্য কিছু নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখা হয়েছে। আপনার ফোনে Gemini অ্যাপ খুলে ডান দিকের উপর কোণে প্রোফাইল আইকনে ক্লিক করুন। সেখানে “Gemini Apps Activity” নামে একটি অপশন পাবেন। এটি খুললে একটি টগল দেখা যাবে—সেটি বন্ধ করলেই জেমিনি অ্যাপের তথ্য সংগ্রহ বন্ধ হয়ে যাবে।
আরও পড়ুন: বিহারের পর এবার বাংলা! ভোটার তালিকা সংশোধনের নামে বাংলায় ঘুরপথে এনআরসি?
তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনি এই ফিচার বন্ধ করলেও গুগল আপনার ডেটা ৭২ ঘণ্টা পর্যন্ত সংরক্ষণ করবে, ‘নিরাপত্তা ও অ্যাপের কার্যকারিতা বজায় রাখতে’। আরও কড়া গোপনীয়তা নিশ্চিত করতে চাইলে “Apps” অপশনে গিয়ে ঠিক করে দিতে পারেন কোন কোন অ্যাপের সঙ্গে জেমিনি সংযুক্ত থাকবে। চাইলে পুরো Gemini অ্যাপই নিষ্ক্রিয় করে রাখতে পারেন।
এই পুরো বিষয়টি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরছে—ব্যক্তিগত তথ্যের উপর ব্যবহারকারীর কতটা নিয়ন্ত্রণ আছে? গুগল AI-এর ক্ষমতা বাড়াতে গিয়ে কি ব্যবহারকারীদের গোপনীয়তার অধিকার ক্ষুন্ন করছে? এখন সময় এসেছে, প্রযুক্তি সংস্থাগুলিকে আরও স্বচ্ছতা দেখানোর। একইসঙ্গে ব্যবহারকারীদেরও আরও সচেতন ও সংবেদনশীল হয়ে উঠতে হবে নিজেদের ডেটা ও গোপনীয়তা নিয়ে।
