শহরের, গ্রামের বুক চিরে বয়ে যায় নদী। নদীর দু'পাশে গড়ে ওঠে জনবসতি। যুগ যুগের নিয়ম যেন সেটাই। নদীর দু'পাশে জনপদ, সেসব নিয়ে গল্প-সিনেমা-উপন্যাস বহু ছড়িয়ে ছিটিয়ে।
2
6
জানেন কি এমন নদীও রয়েছে বিশ্বে, যার চলার কোনও ক্লান্তি নেই। নদী বয়ে গিয়েছে একসঙ্গে দশ নদীর ভিতর দিয়ে। জানেন ওই নদীর নাম?
3
6
নদীর নাম দানিউব। ইউরোপের ১০টি দেশ জার্মানি, অস্ট্রিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, সার্বিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, মলডোভা এবং ইউক্রেন-এর মধ্যে দিয়ে বয়ে চলেছে এই নদী।
4
6
এর তীরেই গড়ে উঠেছে চারটি দেশের রাজধানী। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভা, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট এবং সার্বিয়ার রাজধানী বেলগ্রেড, এই চারটি রাজধানী নানা সময়ে গড়ে উঠেছে এই নদীর পাড়েই।
5
6
দানিউব বিশ্বের একমাত্র নদী, যেটি বয়ে গিয়েছে দশটি দেশের ভিতর দিয়ে।
6
6
২ হাজার ৮৫০ কিলোমিটার প্রবাহিত হয়ে, এক সময়ে নদীটি মিশেছে কৃষ্ণসাগরে। এই নদীর উৎপত্তি ডোনাউসচিংগেন থেকে, যেখানে ব্রেগ এবং ব্রিগাচ নদী একত্রিত হয়।