আজকাল ওয়েবডেস্ক : শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তবে উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম থেকে এখনই নিস্তার নেই বঙ্গবাসীর৷
দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে৷ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রির কাছে থাকবে৷ কাল অর্থাৎ রবিবার দুই মেদিনীপুর ছাড়া গাঙ্গেয় বঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই৷ সোমবার ৯ সেপ্টেম্বর হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলা এবং গাঙ্গেয় বঙ্গের দুই মেদিনীপুরে৷
মঙ্গল এবং বুধবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে রাজ্যের কয়েকটি জেলায়৷ তবে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘনীভুত হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে৷ পাশাপাশি আজ শনিবার গণেশ চতুর্থী। ফলে দিনভর গরম থেকে খানিকটা রেহাই মিলতেও পারে। দিনের বেশিরভাগ সময় আদ্রর্তাজনিত অস্বস্তি থাকলেও বিকেলের দিকেই মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে ভাদ্র মাসের এই সময় দিনের বেলা তাপমাত্রা অনেকটা বেড়ে গেলেও রাতের দিকে তা অনেকটাই কমতে থাকে। তার উপর সামনেই উৎসবের সিজন। তার সেই সময়কে ধরে নিলে এই সময় ধীরে ধীরে আবহাওয়া মনোরম হতে শুরু করে। পুজোর আগে যারা একটু ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছেন, তাঁদের কাছে এই সময়টি অত্যন্ত মনোরম।
