আজকাল ওয়েবডেস্ক:‌ আচমকাই হাসপাতালে ভর্তি হতে হল টিম ইন্ডিয়ার তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়ালকে। মঙ্গলবার সৈয়দ মুস্তাক আলি টি–টোয়েন্টি ট্রফির ম্যাচে অংশ নিয়েছিলেন তিনি। মুম্বইয়ের খেলা ছিল রাজস্থানের বিরুদ্ধ। আর যশস্বী ঘরোয়া ক্রিকেট খেলেন মুম্বইয়ের হয়ে।


জানা গেছে, খেলা চলাকালীনই পেটে যন্ত্রণা শুরু হয় যশস্বীর। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, খেলা শুরুর আগেই পেটে যন্ত্রণা শুরু হয়েছিল যশস্বীর। সেই অবস্থাতেই ব্যাট করেন তিনি। ১৬ বলে ১৫ রান করেন মুম্বইয়ের ওপেনার। ব্যাট করার সময় বোঝা যাচ্ছিল, অস্বস্তি হচ্ছে তাঁর। খেলার শেষ দিকে যশস্বীর যন্ত্রণা আরও বেড়ে যায়। অসহ্য যন্ত্রণা শুরু হওয়ায় তাঁকে তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রিপোর্টে জানানো হয়েছে, হাসপাতালে ভর্তি করানোর পর তাঁর আলট্রাসাউন্ড ও সিটি স্ক্যান করা হয়। তাতেই জানা গিয়েছে, যশস্বীর ‘অ্যাকিউট গ্যাসট্রোএনটেরাইটিস’ হয়েছে। মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন আপাতত বিশ্রামে থাকতে হবে তাঁকে। পাশাপাশি কয়েক দিন অন্তর হাসপাতালে গিয়ে শারীরিক পরীক্ষা করাতে হবে টিম ইন্ডিয়ার টেস্ট দলের এই ওপেনারকে। 


ভারতীয় ক্রিকেট বোর্ডের (‌বিসিসিআই)‌ তরফে এখনও যশস্বীর বিষয়ে কিছু বলা হয়নি। অবশ্য টি–টোয়েন্টি সিরিজে নেই যশস্বী। তবে সদ্য সমাপ্ত একদিনের সিরিজে ছিলেন। সেখানে প্রোটিয়াদের বিরুদ্ধে শতরানও করেন। আর টেস্ট দলের নিয়মিত ওপেনার তিনি। মুস্তাক আলি ট্রফিতে ভাল ছন্দে ছিলেন যশস্বী। তিনটি ম্যাচে ১৪৫ রান করেছেন। একটি শতরানও রয়েছে। তবে মঙ্গলবার রাজস্থানের বিরুদ্ধে ৩ উইকেটে জিতলেও নেট রানরেটের জন্য ফাইনালে যাওয়া হল না মুম্বইয়ের। 


এদিকে, ভারতের হয়ে আপাতত ব্যাট হাতে যশস্বীকে দেখতে পাওয়ার সম্ভাবনা কম। কারণ এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ রয়েছে। কিন্তু শুভমান ফিট হয়ে যাওয়ায় কিউয়িদের বিরুদ্ধে হয়ত সুযোগ পাবেন না যশস্বী। 

এটা ঘটনা, টেস্ট দলে নিয়মিত হলেও ওয়ানডে ও টি–টোয়েন্টি দলে যশস্বী এখনও নিয়মিত হতে পারেননি। ধারাবাহিকতাই যার কারণ। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলা এই ক্রিকেটার গতবার খুব একটা ভাল ছন্দেও ছিলেন না। এবার পরিস্থিতি অন্য। কোচ বদলেছে। অধিনায়কও। দেখার যশস্বী আইপিএলে নিজেকে মেলে ধরতে পারেন কিনা। তবে টি–টোয়েন্টি বিশ্বকাপের অঙ্কে যে তিনি নেই তা স্পষ্ট। আর আইপিএল আগামী বছর শুরু হতে পারে ২৬ মার্চ থেকে।