ডিসেম্বরের তৃতীয় সপ্তাহেও হালকা শীতের আমেজ জেলায় জেলায়। শীতের ব্যাটিং জোরকদমে চললেও, এখনও কনকনে ঠান্ডার আমেজ পাওয়া যায়নি অধিকাংশ জেলাতেই। জাঁকিয়ে ঠান্ডা কি বড়দিনে পাওয়া যাবে?
2
6
আজ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। মূলত পরিষ্কার আকাশ থাকবে শহরে।
3
6
গতকাল দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৬ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীনিকেতনে, ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।
4
6
হাওয়া অফিস জানিয়েছে, আগামী সাতদিন বাংলায় সর্বনিম্ন তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না। বর্তমানে কোথাও বৃষ্টির পূর্বাভাসও নেই। অর্থাৎ চলতি সপ্তাহেও কনকনে ঠান্ডার আমেজ পাওয়া যাবে না।
5
6
আজ দক্ষিণবঙ্গের সব জেলায় সকালবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারেও হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকতে পারে।
6
6
আজ দক্ষিণবঙ্গের ও উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে দৃশ্যমানতাও কমবে। বিক্ষিপ্তভাবে জেলাগুলিতে দৃশ্যমানতা কমে ৯৯৯ থেকে ২০০ মিটারে নামতে পারে।