কেতুর কুপ্রভাব জীবনে পড়লে তা ছারখার করে দেয়। এটি জ্যোতিষশাস্ত্রের অন্যতম অশুভ গ্রহ। এই গ্রহই আগামী বছর তার স্থান বদলাবে। আগামী ২০২৬ এর ২৯ মার্চ এটি প্রবেশ করবে মাঘা নক্ষত্রে। তারপর সেই বছরেরই ৫ ডিসেম্বর পুনরায় নক্ষত্র এবং রাশি দুই বদলাবে কেতু।
2
7
মার্চের শেষ থেকে ডিসেম্বরের গোড়া পর্যন্ত যখন কেতু যখন মাঘা নক্ষত্রে অবস্থান করবে তার নেতিবাচক প্রভাব পড়বে ৫ রাশির উপর। একটু অসাবধান হলেই জীবন ছারখার হবে। কর্মক্ষেত্র থেকে ব্যক্তিগত জীবন, দুই-ই তছনছ হতে পারে। তালিকায় আছে কারা?
3
7
বৃষ: ব্যক্তিগত জীবনে ঝড় উঠবে এই রাশির জাতকদের। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে কাজের চাপ। দুইয়ের কারণে মানসিক শান্তি বিঘ্নিত হবে। অতিরিক্ত স্ট্রেস বাড়বে। জলের মতো খরচ হবে টাকা। কর্মক্ষেত্রে কারও দূর্বুদ্ধির খেসারত দিতে হতে পারে আপনাকে। ব্যবসায় ভরাডুবির আশঙ্কা রয়েছে। দাম্পত্য জীবনও টালমাটাল হবে।
4
7
সিংহ: কেরিয়ারে অহেতুক, অবাঞ্ছিত ঝামেলার মুখে পড়তে হবে। ব্যবসাতেও বিপুল লোকসান হতে পারে। কোনও ডিল করার আগে সতর্ক থাকুন। সম্পর্কে জড়ানোর আগে সব দিক বিবেচনা করুন। সঙ্গীর থেকে প্রতারিত হতে পারেন। স্বাস্থ্যও বিশেষ ভাল যাবে না।
5
7
মীন: যা কাজ করবেন এই সময় তাতেই নিরাশ হবেন। সফলতা পাবেন না। তাড়াহুড়ো করলে হিতে বিপরীত হবে। দুঃসংবাদ পেতে পারেন। খরচ বৃদ্ধি পাবে।
6
7
কন্যা: কোনও পুরনো অশান্তি, শত্রুর প্রত্যাবর্তন ঘটবে জীবনে। আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। কাজের ক্ষেত্রে প্রতিপদে বাধা পাবেন। ব্যবসায় পার্টনারের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন।
7
7
মেষ: এঁদের ভাল-মন্দ, দুই মিশিয়েই সময় কাটবে। মানসিক চাপ বাড়বে। প্রেমের সম্পর্কে জটিলতা তৈরি হবে। রাগারাগি করলে হিতে বিপরীত হবে। মাথা ঠান্ডা রাখলে বিপদ এড়ানো সম্ভব।