২০২৪ সালের ডিসেম্বরে শোভিতা ধুলিপালা ও নাগা চৈতন্যের বিয়ের পর থেকেই নানা মহলে জোর গুঞ্জন। অনেক সময়ই তাঁদের সন্তান আসার খবর শোনা গিয়েছে। প্রশ্ন উঠেছে, দম্পতি কি তবে সুখবরের অপেক্ষায়? এতদিন যদিও এই নিয়ে দু’জনেই নীরবতা বজায় রেখেছিলেন, সম্প্রতি ফের সেই জল্পনা মাথাচাড়া দেয়। শোনা যায়, শোভিতা নাকি অন্তঃসত্ত্বা। এই আবহেই নাগার্জুনাকে প্রশ্ন করা হয়, তিনি কি খুব শিগগিরই ঠাকুরদা হতে চলেছেন?
নাগার্জুনাকে জিজ্ঞাসা করা হয়, তিনি কি তবে ‘বাবা থেকে ঠাকুরদা’ হওয়ার পথে এগোচ্ছেন? প্রশ্ন শুনে কিছুক্ষণ থমকে যান অভিনেতা। তারপর একটু অস্বস্তির হাসি হেসে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো গুঞ্জন নিয়ে আবার প্রশ্ন করা হলে মুচকি হেসে নাগার্জুনা বলেন, “সময় এলে আপনাদের জানাব।”
তিনি স্পষ্টভাবে কিছু স্বীকার বা অস্বীকার না করলেও, এই মন্তব্যের পর থেকেই পরিবারের উদ্দেশ্যে শুভেচ্ছাবার্তা আসতে শুরু করে।
২০২২ সালে প্রথম শোনা যায় নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার সম্পর্কের কথা। হায়দরাবাদে চৈতন্যের বাড়িতে শোভিতাকে দেখতে পাওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়। পরে লন্ডনে একসঙ্গে ছুটি কাটানোর সময় তাঁদের দেখা গেলে সেই গুঞ্জন আরও জোরালো হয়। তখনও যদিও তাঁরা প্রকাশ্যে কিছু বলেননি। অবশেষে ২০২৪ সালের অগস্টে বাগদানের মাধ্যমে সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে জানান তাঁরা। একই বছরের ৪ ডিসেম্বর, পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে অন্নপূর্ণা স্টুডিয়োজে বিয়ে সারেন এই তারকা জুটি।
এর আগে ২০১০ সালের হিট ছবি ‘ইয়ে মায়া চেসাভে’এর সেটে পরিচয়ের পর সামান্থা রুথ প্রভুর সঙ্গে সম্পর্কে জড়ান চৈতন্য। কয়েক বছর প্রেম করার পর ২০১৭ সালে বিয়ে করেন তাঁরা। তবে দীর্ঘ জল্পনার শেষে ২০২১ সালে নিজেদের বিচ্ছেদের কথা ঘোষণা করেন এই দম্পতি। চলতি বছরের ১ ডিসেম্বর কোয়েম্বাটোরে এক ঘরোয়া অনুষ্ঠানে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে বিয়ে করেন সামান্থা।
শোভিতাকে শেষ দেখা গিয়েছে ২০২৪ সালের ছবি ‘মাঙ্কি ম্যান’ এবং ‘লাভ সিতারা’তে। তার আগে তিনি অভিনয় করেছিলেন মণি রত্নমের ‘পন্নিয়িন সেলভান’ এবং জিওহটস্টারের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’এ।
নাগা চৈতন্য চলতি বছরে ‘থান্ডেল ’ ছবিতে অভিনয় করেছেন এবং বর্তমানে ‘বৃষকর্মা ’ ছবির শুটিংয়ে ব্যস্ত। অন্য দিকে নাগার্জুনাকে শেষ দেখা গিয়েছে ‘কুলি’ছবিতে। আপাতত তাঁর পরবর্তী প্রোজেক্ট নিয়ে কোনও ঘোষণা আসেনি।
