বিরিয়ানি হোক বা অন্য কোনও লোভনীয় পদ, জায়ফল লাগেই। কিন্তু জানেন কি রান্নাঘরের এই অতি পরিচিত উপাদান দিয়েই ফেরাতে পারেন ভাগ্যের হাল? খালি করতে হবে এই সহজ টোটকা। আর তাতেই লক্ষ্মীর কৃপাধন্য হবেন আপনি।
2
6
হঠাৎ করেই যদি চাকরি চলে যায় বা দীর্ঘদিনের চেষ্টার পরেও যদি আয় না বাড়ে, পদোন্নতি, ইনক্রিমেন্ট হতে গিয়েও যদি আটকে যায়, তাহলে কিন্তু সেটা হতে পারে বৃহস্পতির দোষের কারণে। এই দোষ কাটাতে কী করণীয় জেনে নিন।
3
6
মনে করা হয় জায়ফল দিয়ে বৃহস্পতি সংক্রান্ত কোনও দোষ থেকে থাকলে সেটা কাটানো যায়। তাই প্রতি বৃহস্পতিবার করে একটি জায়ফলে হলুদ লাগিয়ে শ্রীবিষ্ণুর চরণে অর্পণ করুন।
4
6
লাগাতার কাজে বাধাপ্রাপ্ত হলে, হওয়া কাজ আটকে গেলে, চাকরি হারানোর পর নতুন চাকরি পেতে চাইলে একটি পানের উপর দুটো লবঙ্গ এবং একটি জায়ফল অর্পণ করুন দক্ষিণমুখী হনুমানজিকে।
5
6
ঘরে নেতিবাচক শক্তির আভাস পাচ্ছেন? এটা দূর করতে, গ্রহ শান্তির জন্য জায়ফলে লাল চন্দন লাগিয়ে বট গাছে অর্পণ করুন। নেতিবাচক শক্তি তো দূর হবেই, একই সঙ্গে সংসার সুখে ভরে উঠবে।
6
6
শ্রীবৃদ্ধি করতে চাইলে কিছু জায়ফল একটি লাল কাপড়ে বেঁধে আলমারির সিন্দুকে রেখে দিন। পার্সেও রাখতে পারেন। এছাড়া ঠাকুরের সিংহাসনে জায়ফল রাখলে লক্ষ্মী, গণেশ দুজনেরই কৃপা পাওয়া যায়।