আজকাল ওয়েবডেস্ক: ভারত সফর শেষ। দেশে ফিরে গিয়েছেন মেসি। বার্সেলোনায় পৌঁছেও গিয়েছেন। কিন্তু নির্ধারিত দিন ফেরেননি। মুকেশ আম্বানির অনুরোধে নিজের সূচি পরিবর্তন করেন। সোমবার রাতে দিল্লি থেকে গুজরাটের জামনগরে যান মেসি। মঙ্গলবার রাতে সেখানকার ছবি পোস্ট করে রিলায়েন্স ফাউন্ডেশন। বনতারায় অনন্ত আম্বানির আতিথেয়তায় মুগ্ধ মেসি, সুয়ারেজরা। বন্য প্রাণীদের সঙ্গে তিন তারকার ছবি ভাসছে সোশ্যাল মিডিয়ায়। সেখানকার কয়েকটি বিশেষ ছবি প্রকাশিত হয়েছে। সেই ছবিতে মন্দিরে আরতির থালা হাতে দেখা যায় মেসি, সুয়ারেজ, ডি পলকে। থালায় সাজানো ফুল, ছিল প্রদীপও। এছাড়াও আরও একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে মন্দিরের বেদীতে মাথা ঠেকিয়ে প্রণাম করতে দেখা যায় মেসিকে। পাশে দাঁড়িয়ে অনন্ত আম্বানি। যা দেখে মুগ্ধ ভারতীয় সমর্থকরা। 

মেসির এই দুটো ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও বাঘ, সিংহ, জিরাফের সঙ্গে ছবিতে দেখা যায় মেসিকে। সব ছবিতেই হাসিমুখে আর্জেন্টাইন তারকা। নির্ধারিত সূচি শেষ করার পর প্রফুল্ল প্যাটেলের পরিবারের সঙ্গে দেখা করেন মেসি। তারপর সুয়ারেজ এবং ডি পলকে নিয়ে জামনগরে যান। মেসির ছবি দেখে বোঝা যায়, পুরো বিষটাই উপভোগ করছেন। বিশেষ করে বাঘ-সিংহদের সঙ্গে। ভারত সফরের শুরুটা ভাল হয়নি বিশ্বকাপজয়ী অধিনায়কের। কলকাতায় চূড়ান্ত বিশৃঙ্খলার মুখে পড়েন। কিন্তু হায়দরাবাদ, মুম্বই এবং দিল্লি সফর সুষ্ঠুভাবে হয়েছে। অর্থাৎ, সফরের শেষে ভাল স্মৃতি নিয়েই ফেরেন তারকা ফুটবলার। ভক্তদের ভালবাসায় আপ্লুত মেসি। আবারও ভারতে ফেরার ইচ্ছাপ্রকাশ করেন।

প্রসঙ্গত, যুবভারতীর ঘটনার পরপরই গ্রেপ্তার করা হয় প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্তকে। ভাঙচুর কাণ্ডেও কয়েকজন গ্রেপ্তার হয়। যুবভারতী কাণ্ডে প্রাক্তন বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী। সেই তদন্ত চলার মধ্যেই মঙ্গলবার রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমারকে শনিবারের ঘটনার বিষয়ে শোকজ করেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। শোকজ করা হয়েছে বিধাননগরের পুলিশ কমিশনারকেও। সাসপেন্ড করা হয়েছে বিধাননগরের ডিসি অনীশ সরকারকে। শনিবার সকালে যুবভারতীতে মেসি ঢোকার কিছুক্ষণ পরেই চরম বিশৃঙ্খলা শুরু হয়। প্রিয় তারকাকে দেখতে না পেয়ে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন দর্শকরা। গ্যালারি থেকে উড়ে আসতে থাকে জলের বোতল। ভাঙা চেয়ারও ছুঁড়ে ফেলা হয় মাঠে। মেসি বেরিয়ে যেতেই মাঠে ঢুকে পড়েন দর্শকরা। রীতিমতো তাণ্ডব চালানো হয়।