আজকাল ওয়েবডেস্ক :   বীরভূমের নলহাটিতে রেলের জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে গিয়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। বুধবার সকালে নলহাটি রেলস্টেশন এলাকায় টিকিট কাউন্টারের সামনে রেলের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী দোকান ও নির্মাণ উচ্ছেদ করতে নামেন রেল কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে এই জমি দখল করে রাখা হয়েছিল বলে  অভিযোগ। রেলের দাবি, এর জন্য তাদের বিভিন্ন পরিকল্পনা রূপায়ণে সমস্যা তৈরি হয়েছিল।

 

উচ্ছেদ অভিযান শুরু হতেই স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ এর প্রতিবাদে ফেটে পড়েন। তাঁরা দাবি করেন, বিনা নোটিশে এবং আগাম কোনও সতর্কতা ছাড়াই উচ্ছেদের কাজ শুরু হয়েছে। ফলে তাঁদেরকে বাধ্য হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হয়। উত্তেজিত জনতা আরপিএফকে লক্ষ্য করে ঢিল ছোঁড়া শুরু করেন। পাল্টা লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে আরপিএফ। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে কয়েকজনকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে বলে জানা গিয়েছে।

 

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করে আরপিএফ। বুলডোজার দিয়ে একে একে ভেঙে ফেলা হয় দোকানপাট ও অন্যান্য নির্মাণ। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এই উচ্ছেদে তাদের জীবিকা হুমকির মুখে পড়েছে। কারণ বহু বছর ধরে তাঁরা এই জমিতে ব্যবসা করে আসছিলেন। তাঁদের দাবি, রেলের তরফ থেকে যদি আগে থেকে নোটিশ দেওয়া হত তাহলে তাঁরা বিকল্প কোনও ব্যবস্থা নিতে পারতেন।

 

অন্যদিকে, রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, এই জমি সরকারি এবং দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। রেল দপ্তরের উন্নয়নের কাজ শুরু করতে জমি খালি করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল। তাই আগে থেকেই সতর্কতা জারি করে অভিযান শুরু করা হয়েছে।

 

বর্তমানে এলাকায় উত্তেজনা প্রশমিত করতে আরপিএফ টহল দিচ্ছে। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় অতিরিক্ত আরপিএফ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখনও থমথমে।