'বিগ বস ১৯'-এ বিজয়ী হয়েছেন গৌরব খান্না। গত ৮ ডিসেম্বর টেলিভিশনের অন্যতম বড় রিয়েলিটি শো জিতেছেন 'অনুপমা' ধারাবাহিকের অভিনেতা। তারপরই তাঁকে নিয়ে শুরু হয় জোর চর্চা। এরই মাঝে ইউটিউবে যাত্রা শুরু করেন তিনি। কিন্তু মাত্র এক দিনের মধ্যেই ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। 

১৬ ডিসেম্বর নতুন একটি ইউটিউব চ্যানেল চালু করেন গৌরব। চ্যানেলের প্রথম ভিডিওতে ভক্তদের ধন্যবাদ জানিয়ে নিজের জীবনের গল্প তুলে ধরেন অভিনেতা। সঙ্গে জানান, ভক্তরা যাতে তাঁর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত থাকতে পারেন তার জন্য নতুন কন্টেন্ট দেবেন তিনি। ভিডিওটি প্রকাশের পর বেশ উচ্ছ্বসিত ছিলেন অনুরাগীরা। কিন্তু অভিনেতার ইউটিউবে ডেবিউ মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এক অপ্রত্যাশিত মোড় নেয়। 

ইউটিউব হঠাৎ করে গৌরবের চ্যানেল বন্ধ করে দেয়। চ্যানেল বন্ধের সঠিক কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে নেটাগরিকদের ধারণা, ইউটিউব হয়তো অভিনেতার চ্যানেল বা ভিডিওটিকে নীতি লঙ্ঘনের কারণে চিহ্নিত করেছে। আবার কিছু ভক্ত মনে করছেন, হঠাৎ দর্শক বা ট্রাফিকের বৃদ্ধি ইউটিউবের অ্যালগরিদমে সমস্যা তৈরি করতে পারে।

এই ঘটনার পর গৌরবের অনুরাগীরা টুইটার, রেডিট এবং অন্যান্য প্ল্যাটফর্মে প্রশ্ন তুলতে শুরু করেছেন। চ্যানেলটি কেন বন্ধ হল এবং এটি কি কোনও নীতিগত কারণে, নাকি নেপথ্যে অন্য কোনও প্রযুক্তিগত কারণ, জানতে চাইছেন তাঁরা। 

গৌরব নিজে এখনও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি। ফলে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে। অনেক ভক্ত লিখেছেন, “আমরা শুধু জানতে চাই কী হয়েছে। ভিডিও বা চ্যানেল বন্ধ হওয়া মানেই কন্টেন্ট খারাপ ছিল না।” তবে এই ঘটনা যেন দেখিয়ে দিয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মে কখন কী ঘটবে আগে থেকে বলা সম্ভব নয়। 

প্রসঙ্গত, গৌরব খান্না 'বিগ বস'-এর যাত্রা শুরু থেকেই বুদ্ধিমত্তা এবং শান্ত মেজাজে খেলেছেন। বাড়ির ভিতরে কঠিন পরিস্থিতিতেও ধৈর্য এবং প্রতিপক্ষের প্রতি সম্মান তাঁকে দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে দিয়েছে। তাঁর সৎ এবং স্পষ্টবাদী আচরণই তাঁকে সাধারণ জনগণের 'ভোট' এনে দিয়েছে বলে মনে করেছেন নির্মাতারা।