বছর শেষের আগেই প্রিয়জনকে হারালেন দিনো মোরিয়া। না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেতার বাবা রনি মোরিয়া। সম্প্রতি বাবার স্মৃতিতে একটি আবেগঘন পোস্ট করেছেন তিনি। ইনস্টাগ্রামের সেই পোস্টে তুলে ধরেছেন বাবার সঙ্গে কাটানো নানা সুন্দর সময়ের স্মৃতি। জানিয়েছেন বাবার থেকে কী কী শিক্ষা পেয়েছেন, আর ঠিক কতটা মিস করবেন। যদিও রনি মোরিয়া কবে মারা গিয়েছেন বা কী হয়েছিল তাঁর, সেসব কিছুই পোস্টে উল্লেখ করেননি। দিনো মোরিয়ার এই পোস্টে তাঁকে সান্ত্বনা জানিয়েছেন প্রাক্তন প্রেমিকা বিপাশা বসু। মন্তব্য করেছেন বলিউডের একাধিক পরিচিত মুখ।
'রাজ' খ্যাত অভিনেতা, দিনো মোরিয়া এদিন সমাজমাধ্যমে একগুচ্ছ ছবি এবং ভিডিও পোস্ট করেছেন তাঁর বাবার। সেখানেই তিনি বাবার স্মৃতি হাতড়ে লেখেন, 'প্রতিটি দিন প্রাণ ভরে বেঁচেছ তুমি। হাসি, আনন্দ, মজায় কাটিয়েছ। যেটা করেছ ভালবেসে করেছ। নিয়মিত শরীর চর্চা করবে, প্রকৃতির মাঝে সময় কাটাবে, সূর্যের আলোতে থাকবে, ভাল, পুষ্টিকর খাবার খাবে, পাহাড় চড়বে, সমুদ্রে সাঁতার কাটবে, জঙ্গলে ট্রেক করবে, কঠোর পরিশ্রম করবে, ভাল মানুষ, বিনয়ী হয়ে থাকবে, সকলে যেন ভালবাসে, আর যা করবে নিজের শর্তে করবে! এই লিস্টটা আরও লম্বা। আমার জন্য এত সব কিছু একটা মাত্র মানুষ, আমার মেন্টর, আমার হিরো, আমার বাবা। আমায় জীবন নিয়ে যা যা শিখিয়েছ তার জন্য ধন্যবাদ বাবা।'
দিনো মোরিয়া এদিন যে ছবি, ভিডিওগুলো পোস্ট করেছেন সেখানে কোথাও তাঁর বাবাকে নাচতে দেখা যাচ্ছে কোনও হাউজ পার্টিতে, কোথাও আবার তিনি ওয়ার্ক আউট করছেন। সমস্ত ছবি, ভিডিও থেকে এটুকু স্পষ্ট যে তিনি ঠিক কতটা প্রাণবন্ত, এনার্জেটিক মানুষ ছিলেন। দিনো তাঁর এই পোস্টের শেষে বাবার উদ্দেশ্যে লেখেন, 'আমরা তোমায় খুব মিস করব। তবে আমি নিশ্চিত, তুমি এতক্ষণে কোথাও পার্টি শুরু করে দিয়েছ। তোমার আশেপাশে এমন আরও অনেকে আছেন যাঁদের সঙ্গে তুমি নাচছ, মজা করছ। আমাদের আবার যতদিন না দেখা হচ্ছে এমনই কুল থেকো। ভালবাসি।'
দিনো মোরিয়া তাঁর বাবার স্মৃতিতে পোস্ট করতেই তাতে কমেন্ট করেন বিপাশা বসু, মালাইকা আরোরা, সন্ধ্যা মৃদুল, চাঙ্কি পাণ্ডে, বিশাল দাদলানি, অমৃতা আরোরা, রণবিজয় সিং, শিবানী ডান্ডেকর, টাইগার শ্রফ, প্রমুখ।
দিনো মোরিয়াকে শেষবার হাউজফুল ৫ ছবিতে দেখা গিয়েছিল। তাঁকে আগামীতে দেখা যাবে ফোর মোর শটস প্লিজ সিরিজের শেষ সিজনে। এখানে তাঁর সঙ্গে রয়েছেন সায়নী গুপ্তা, কৃতি কুলহারি, প্রতীক স্মিতা প্যাটিল, প্রমুখ।
