আজকাল ওয়েবডেস্ক: নিম্নচাপের জেরে কলকাতা সহ জেলার বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। এমনিতেই কলকাতা সহ জেলার বিভিন্ন অংশে সকাল থেকেই আকাশ মেঘলা করেছে। সেখান থেকে কখনও রোদ বা মেঘের খেলা চলছে। তবে একটি নিম্নচাপ অক্ষরেখা কলকাতা সহ জেলার বিভিন্ন অংশ জুড়ে রয়েছে। ফলে সেখান থেকে বৃষ্টিতে ভিজবে গোটা রাজ্যই।


এমনিতেই রাজ্যের বিভিন্ন অংশে বিগত কয়েকদিন ধরে বৃষ্টি চলছে। জেলার বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে এবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। কলকাতা, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, বর্ধমান, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলিতে দিনের বেলা হোক রাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।


দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই তালিকায় দার্জিলিং, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর সবই রয়েছে। সবমিলিয়ে রাজ্যের উত্তর থেকে শুরু করে দক্ষিণ সর্বত্রই ভারী বৃষ্টি হবে বলেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।  


এই মুহূর্তে দক্ষিণ ঝাড়খণ্ডে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়া মৌসুমি অক্ষরেখা দক্ষিণ-পূর্ব রাজস্থান থেকে মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ডের উপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বরাবর বিস্তৃত। সে কারণে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ফের ঝড়বৃষ্টি হতে পারে।


আলিপুর আরও জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টায় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলে ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। ফলে আগামী ছ’ঘণ্টা সমুদ্র উত্তাল থাকবে। ওই সময়ে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়েছে। দিনে দু’-এক পশলা ঝড়বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা প্রায় স্বাভাবিক। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি কম। ফলে উত্তর থেকে শুরু করে দক্ষিণ সর্বত্র এখন বৃষ্টি চলবে।