আজকাল ওয়েবডেস্ক: কোলিয়ারিতে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় আপাতত সাতজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার ভাদুলিয়া গ্রামে। GPML বা গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কোলিয়ারিতে কয়লা ভাঙতে গিয়ে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। অসাবধানতার কারণে এই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছেন সংস্থার আধিকারিকরা। পুলিশ ও প্রশাসনের কর্তাব্যক্তিরা ঘটনাস্থলে গিয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও শ্রমিক। বিষ্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে আশেপাশের এলাকা। বহু দূর থেকে শোনা যায় আওয়াজ। 

 

বিস্ফোরণের কারণ হিসেবে জানা গিয়েছে, খাদানে রাখা একটি গাড়িতে বিস্ফোরক মজুত ছিল। যা হঠাৎ করে ফেটে যায়। সেই সময়ে শ্রমিকরা গাড়ির কাছে থাকায় তাঁদের মৃত্যু ঘটে। এই ভয়াবহ দুর্ঘটনার পর GMPL-এর আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ। 

 

ঘটনাস্থলে মৃতদেহগুলি এখনও পড়ে রয়েছে। স্থানীয় গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে মৃতদেহ তোলায় বাধা দিচ্ছেন। তাঁদের দাবি, GMPL কোম্পানির আধিকারিকরা এসে ক্ষতিপূরণ নিয়ে আলোচনা করবেন এবং তাঁদের কথা শুনবেন। মৃত ও আহতদের পরিবারগুলিকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত তাঁরা দেহগুলি সরাতে দেবেন না। সমস্যা আরও জটিল হয়েছে আধিকারিকদের পালিয়ে যাওয়ার জন্য। পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছে।

 

যদিও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে স্থানীয়দের ক্ষোভের কারণে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। তাঁদের একটাই দাবি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক ক্ষতিপূরণ এবং শ্রমিকদের নিরাপত্তার প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত দেহ তুলতে দেওয়া যাবে না।