আজকাল ওয়েবডেস্ক: পুজোর আগে সুখবর বাঙালির জন্য। ধ্রুপদী ভাষা হিসেবে বাংলা ভাষাকে বিশেষ স্বীকৃতি দিল কেন্দ্র। বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য বহুদিন ধরেই কেন্দ্রের সঙ্গে কথাবার্তা চালাচ্ছিল রাজ্য সরকার। বহুদিনের চেষ্টার পর এদিন তার ফল মিলল হাতেনাতে। কেন্দ্রীয় সরকারের তরফে এদিন একটি বিবৃতি জারি করা হয়।

 

 

সেখানেই জানানো হয়, মোট পাঁচটি ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিচ্ছে কেন্দ্র। তার মধ্যেই রয়েছে বাংলা ভাষার নাম। বাংলা ছাড়াও উল্লেখ রয়েছে পালি, অসমিয়া, মারাঠি এবং প্রাকৃতি ভাষার। ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেতে গেলে সেই ভাষার বেশ কিছু শর্ত থাকতে হয়। প্রথমত সেই ভাষার ইতিহাস হতে হয় প্রায় ২০০০ বছরের পুরনো। দ্বিতীয়ত, সেই ভাষায় থাকতে হয় ঐতিহ্য, সেই ভাষায় রচিত থাকতে হয় বইপত্র।

 

 

তৃতীয়ত, সেই ভাষায় কবিতা, সাহিত্য, পুঁথি থাকতে হয় এবং শেষ শর্ত সেই ভাষার একাধিক রূপ থাকতে পারে। অর্থাৎ, প্রাচীনকালে ব্যবহার হওয়া সেই ভাষার থেকে বর্তমানের ভাষার ধরন আলাদা হতে পারে।

 

 

বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি পাওয়ায় আনন্দ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বহুদিন ধরেই রাজ্য সরকারের তরফে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বিশিষ্ট ভাষাবিদরা কেন্দ্রের কাছে রিপোর্ট পাঠিয়েছেন। 

 

 

?ref_src=twsrc%5Etfw">October 3, 2024

মমতা লিখেছেন, 'আমরা বহুদিন ধরে এই স্বীকৃতি পাওয়ার চেষ্টা করছি। তিনবার আমরা আমাদের গবেষণার ফলাফল কেন্দ্রের সংশ্লিষ্ট দপ্তরকে পাঠিয়েছি। বাংলা ভাষা এই স্বীকৃতি পাওয়ায় আমি অত্যন্ত খুশি।'

 

 

 

?ref_src=twsrc%5Etfw">October 3, 2024

 

টুইট করেছেন নরেন্দ্র মোদিও। তিনি লিখেছেন, 'আমি অত্যন্ত খুশি যে বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে, বিশেষ করে এই দুর্গাপুজোর সময়ে। বছরের পর বছর বাংলা ভাষা মানুষকে অনুপ্রাণিত করেছেন। সমস্ত বাংলাভাষীকে আমার শুভেচ্ছা।'