সুইৎজারল্যান্ড সফরে গিয়ে একেবারে অপ্রত্যাশিত, নাটকীয় অথচ মজাদার অভিজ্ঞতার মুখোমুখি হলেন গায়িকা মোনালি ঠাকুর। জুরিখ বিমানবন্দরে নিজের হারিয়ে যাওয়া হিরের আংটি উদ্ধার করতে শেষ পর্যন্ত তাঁকে ঢুকতে হয়েছিল আবর্জনার ডাস্টবিনে! সেই ঘটনার ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন মোনালি, যা মুহূর্তের মধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের।

 

সমাজমাধ্যমে পোস্ট করা ভিডিওতে মোনালি জানান, ভোররাতে জুরিখ বিমানবন্দরে থাকা অবস্থায় ঘটনাটি ঘটে। ঘড়িতে তখন সকাল চারটে। বিমানবন্দর প্রায় ফাঁকা। মোনালির কথায়, তিনি সাধারণভাবেই ময়লা ফেলার জন্য ডাস্টবিনের কাছে গিয়েছিলেন। সেই সময়ই আচমকা হাত থেকে খুলে পড়ে যায় তাঁর বহুদিনের প্রিয় হিরের আংটিটি এবং সোজা গিয়ে পড়ে আবর্জনার ভিতরে।

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Monali Thakur (@monalithakur03)