২৯ আগস্ট মুক্তি পাচ্ছে অনিলাভ চট্টোপাধ্যায় পরিচালিত বেলা দে। নাম ভূমিকায় ঋতুপর্ণা সেনগুপ্ত। বৃহস্পতিবার সকালে বেলা দে র রান্নাঘরে হাজির ঋতুপর্ণা সেনগুপ্ত। সঙ্গে বাসবদত্তা চট্টোপাধ্যায় ও বিনোদন দুনিয়ার মহিলা সাংবাদিকরা। রান্না করে খাওয়ালেন মুরগির মালাইকারি। মজার গল্প, আড্ডায় জমজমাট ঋতুপর্ণার মহিলামহল।
