আজকাল ওয়েবডেস্ক : "বিষাক্ত ফল" খেয়ে অসুস্থ ১১জন শিশু। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের বলদু এলাকার ঘটনা। জানা গিয়েছে, খেলার সময় কাজুবাদাম ভেবে "বিষাক্ত ফল" খেয়ে নেয় ১১ জন শিশু। এরপরেই শুরু হয় বমি। অসুস্থ ওই ১১জন শিশুকে নিয়ে যাওয়া হয় হরিরামপুর স্বাস্থ্যকেন্দ্রে। ১১ জনের স্বাস্থ্যের অবনতি হলে তড়িঘড়ি তাদের স্থানান্তরিত করা হয় গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে। আপাতত সেখানেই তারা চিকিৎসাধীন।