দিল্লির বাতাস যেন বিষ। শীতের মুখে প্রতি বছর দিল্লির বাতাসের মান চিন্তা বাড়ায়। চলতি বছরেও, শুরু থেকে একাধিক পদক্ষেপ গ্রহণের কথা দিল্লি সরকার জানালেও, পরিস্থিতির কোনও উন্নতি হয়নি।
2
7
উলটে পরিস্থিতি আরও খারাপ হয়েছে দেশের রাজধানীর। পরিস্থিতি বিচারে, দিল্লিতে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের চতুর্থ ধাপ কার্যকরের কথা জানা যায় শনিবার।
3
7
এর আগে, গত ২৪ নভেম্বর দিল্লি-এনসিআর জুড়ে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের (GRAP) তৃতীয় ধাপ কার্যকর হয়। তবে শনিবার মাত্রা ছাড়ায় দিল্লির দূষণ।
4
7
শনিবার বিকেলে দিল্লিতে বাতাসের গুণগত মান বা একিউআই ছিল ৪৩১। বেশকিছু জায়গায় সন্ধে ছ'টা নাগাদ একিউআই দাঁড়ায় ৪৪১-এ। কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের চতুর্থ ধাপ কার্যকরের নির্দেশ দেয়।
5
7
রবিবার আরও ভয়াবহ রাজধানীর বাতাসের অবস্থা। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, একাধিক জায়গায় সকাল ছ'টায় একিউআই ছিল ৪৬২। দিল্লির ৪০টি পর্যবেক্ষণ কেন্দ্রেই 'লাল' ইঙ্গিত। অর্থাৎ সব জায়গায় একিউআই রয়েছে গুরুতর পর্যায়ে।
6
7
উত্তর পশ্চিম দিল্লির রোহিণীতে AQI ৪৯৯ রেকর্ড করা হয়েছে, জাহাঙ্গীরপুরী এবং বিবেক বিহারে একিউআই ৪৯৫। দিল্লির পাটপরগঞ্জ এলাকায় সকাল ছ'টায় একিউআই ছিল ৪৮৮। গড়ে একিউআই ৪৬২। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর তেমনটাই।
7
7
প্রশ্ন, তাহলে কি দিল্লির একিউআই আজই ছারিয়ে যাবে ৫০০। এই প্রসঙ্গে উল্লেখ্য, ভারতের AQI স্কেল ৫০০-এর মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ বাতাসের গুনমান এর থেকে খারাপ হলে, তা অতি গুরুতর হিসেবে বিবেচিত হয় এবং জনস্বাস্থ্যের জরুরি অবস্থা নির্দেশ করে।